টি-২০ বিশ্বকাপ থেকে রবীন্দ্র জাদেজার বিদায় নিশ্চিত, সঠিক বিকল্প খুঁজে নিয়েছেন কোচ রাহুল দ্রাবিড় !! 1

ব্যর্থতা সঙ্গী করেই বিদায় জানাতে হয়েছে ওডিআই বিশ্বকাপকে। ভারতের আইসিসি ট্রফি জেতার স্বপ্ন পূরণ হয় নি এবারও। তীরে এসে তরী ডোবার পর আসন্ন টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup 2024) পাখির চোখ করছে টিম ইন্ডিয়া। সম্পূর্ণ নতুন ফর্ম্যাটে আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দশটি ভেন্যুতে আয়োজিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। বাড়ছে দলের সংখ্যা। মূলপর্বে ১২ নয়, বরং খেলতে চলেছে ২০টি দল। যা কিনা কাজটা আরও কঠিন করে তুলতে পারে ভারতের জন্য। হাতে এখনও রয়েছে মাসখানেক। তবে এখন থেকেই হোমওয়ার্ক সেরে রাখতে চাইছে বিসিসিআই। শক্তিশালী টি-২০ স্কোয়াড গড়ার জন্য ২০২২-এর শেষ থেকেই শুরু হয়েছিলো পরীক্ষানিরীক্ষা, তা চলছে এখনও। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দলকে খেলানো হয়েছে বা দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য যে দল বেছে নেওয়া হয়েছে, তা প্রমাণ করে যে রেডারে থাকা সকল খেলোয়াড়দের পরখ করে দেখতে চাইছে বোর্ড।

বিশ্বকাপ পরবর্তী অস্ট্রেলিয়া সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মার মত সিনিয়র ক্রিকেটাররা কেউ খেলেন নি। বদলে সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে সুযোগ পান একঝাঁক তরুণ ক্রিকেটার। দ্বিতীয় সারির দল খেলিয়েও সিরিজ জিততে অসুবিধা হয় নি টিম ইন্ডিয়ার। যা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024)  ঠিক আগে আশা জাগিয়েছে সমর্থকদের মনে। প্রথম দুই টি-২০তে জয় পেয়েছিলো ভারত। এরপর তৃতীয় ম্যাচে গুয়াহাটিতে হারতে হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় ‘মেন ইন ব্লু।’ রায়পুর ও বেঙ্গালুরুতে ম্যাচ জিতে নিয়ে সিরিজ পকেটে পুরে নেয় ৪-১ ফলে। এই সিরিজে নতুন তারকা হিসেবে আত্মপ্রকাশ ঘটলো রিঙ্কু সিং, জিতেশ শর্মাদের। জাতে চেনালেন অক্ষর প্যাটেল। আগামী দক্ষিণ আফ্রিকা সফর থেকে কোচের হটসিটে ফিরবেন রাহুল দ্রাবিড়। নিশ্চয়ই তিনি চোখ রেখেছিলেন অস্ট্রেলিয়া সিরিজের দিকে। আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024)  জন্য ছক সাজাতে বসে তিনি নিশ্চয় জাদেজার বদলে অগ্রাধিকার দেবেন অক্ষরকে (Axar Patel)।

Read More: IND vs AUS: “একাই প্রায় হারিয়ে দিয়েছিলো…” বেঙ্গালুরুতে বল হাতে ভিলেন আবেশ খান, কটাক্ষে ভরালো সমাজমাধ্যম !!

T20 World Cup-এ ভারতের বাজি অক্ষর-

Axar Patel | T20 World Cup | Image: Getty Images
Axar Patel | Image: Getty Images

টেস্ট ও একদিনের ক্রিকেটে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সুযোগ পাওয়া নিয়ে কোনো দ্বিমত নেই। টেস্টে তিনি এক নম্বর অলরাউন্ডার আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী। একদিনের ক্রিকেটেও ব্যাটিং, বোলিং হোক বা ফিল্ডিং, ক্রিকেটের তিন বিভাগেই সেরা তারকাদের মধ্যে জায়গা করে নেবেন তিনি। কিন্তু কুড়ি-বিশের ফর্ম্যাটে জাদেজার (Ravindra Jadeja) মধ্যে দেখা গিয়েছে ধারাবাহিকতার অভাব। শেষ দশ ইনিংসের মধ্যে তিনি ২০’র গণ্ডী পেরিয়েছেন মাত্র ৫ বার। বল হাতেও সফল হন নি বিশেষ। শেষ দশ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। এরমধ্যে তিন উইকেট এসেছে নামিবিয়ার মত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে। মাঝে চোটের কারণে টি-২০ ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে তাঁর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহ-অধিনায়ক হিসেবে টি-২০ দলের অংশ করা হয়েছে জাদেজাকে (Ravindra Jadeja)। তা সত্ত্বেও আগামী জুন মাসের কুড়ি-বিশের বিশ্বকাপে তাঁর জায়গা নিশ্চিত এমনটা বলা যাচ্ছে না। কারণ দলে জাদেজার সুযোগ পাওয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। তিনিও জাদেজার মতই বাম হাতি স্পিন বোলিং অলরাউন্ডার। টি-২০ ক্রিকেটে ব্যাটে-বলে যে ফর্মে রয়েছেন অক্ষর, তাতে এই মুহূর্তে তাঁকে এগিয়েই রাখছেন বিশেষজ্ঞরা। গত কয়েক মাসে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছে অক্ষর’কে। দিনকয়েক আগেই রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০তে ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি।  গতকাল’ও ব্যাট হাতে লোয়ার অর্ডারে অক্ষরের ২১ বলে ৩১ রানের ইনিংস’ই ফারাক গড়ে দলো ম্যাচের। অক্ষরের (Axar Patel) ধারাবাহিকতাই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দৌড়ে এগিয়ে রেখেছে তাঁকে।

Also Read: IPL 2024: আসন্ন আইপিএল ‘মিনি’ নিলামে নাইট শিবিরের রেডারে থাকছেন এই তিন ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *