সানরাইজার্স হায়দ্রাবাদ করলেন১৭৫ রান, টুইটারে ধুম মচালেন মনীষ পাণ্ডে

আইপিএলে আজ সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মহেন্দ্র সিং ধোনি আজ এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। আজ হরভজন সিং পুরো আইপিএল মরশুমে বিস্ফোরক ব্যাটিং করা ওয়ার্নার আর বেয়রস্টো জুটিকে ভেঙে দেন। বেয়রস্টো আজ নিজের খাতাও খুলতে পারেননি।

হায়দ্রাবাদ করল দুর্দান্ত ব্যাটিং

সানরাইজার্স হায়দ্রাবাদ করলেন১৭৫ রান, টুইটারে ধুম মচালেন মনীষ পাণ্ডে 1

বেয়রস্টোর আউট হওয়ার পর মনীষ পাণ্ডে ওয়ার্নারকে সঙ্গ দেন। দুই খেলোয়াড় জমিয়ে বিস্ফোরক ব্যাটিং করেন। ওয়ার্নার এই মরশুমে লাগাতার পঞ্চম হাফসেঞ্চুরি করলেন। অন্যদিকে মনীষ পাণ্ডেও এই আইপিএল মরশুমে নিজের প্রথম হাফসেঞ্চুরি ক্রএন। এর পর ব্যাটিং করতে আসা বিজয় শঙ্করও দুর্দান্ত ব্যাটিং করেন।

দেখে নিন কে কি বললেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *