TOP 3: ব্রেন্ডন ম্যাককালামের পর এই তিন ক্রিকেটার KKR টিমের কোচ হওয়ার প্রবল দাবিদার, তালিকায় এই বিশ্বকাপ জয়ী কোচ !! 1

রবি শাস্ত্রী

TOP 3: ব্রেন্ডন ম্যাককালামের পর এই তিন ক্রিকেটার KKR টিমের কোচ হওয়ার প্রবল দাবিদার, তালিকায় এই বিশ্বকাপ জয়ী কোচ !! 2

ম্যাককালামের দায়িত্ব ছাড়ার পর রবি শাস্ত্রী কেকেআরের জন্য দারুণ চয়েস হতে পারেন। শাস্ত্রীর কোচিং বায়োডাটা নিয়ে সন্দেহ থাকার কোন জায়গাই নেই। দেশ ও বিদেশের মাটিতে অত্যন্ত সফল কোচ তিনি। ২০১৬ সালে রবি শাস্ত্রীর কোচের অধীনে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। যেখানে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হন তিনি। এছাড়াও, দলটি বিশ্বকাপ ২০১৯ এর সেমিফাইনালে যাত্রা করেছিল। এছাড়াও, শাস্ত্রীর কোচিংয়ে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল। তাই আসন্ন মরশুমে রবি শাস্ত্রীকে কোচ করলে আখেরে লাভবানই হবে শাহরুখ খানের দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *