IPL : কলকাতা নাইটরাইডার্সে'র সর্বকালের সেরা একাদশ 1

২. গৌতম গম্ভীরIPL : কলকাতা নাইটরাইডার্সে'র সর্বকালের সেরা একাদশ 2

ওপেনিং ‘ এ লিনের আদর্শ পার্টনার হবেন গৌতম গম্ভীর।অধিনায়কত্বের গুরু দায়িত্ব সামলানোর পাশাপাশি তার ওপেনিং ভারসাম্য যোগায় কলকাতা দলকে।প্রসঙ্গত, তার নেতৃত্বে কলকাতা দুই বার আইপিএল ট্রফি জিতেছে।কলকাতার হয়ে আইপিএলে সবচেয়ে বেশী রান করেছেন গৌতি, ১২৪.২৮ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৩০৩৫ রান।

৩. রবিন উথাপ্পাIPL : কলকাতা নাইটরাইডার্সে'র সর্বকালের সেরা একাদশ 3

আইপিএলে একাধিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রবিন।কর্নাটকের এই ক্রিকেটার গম্ভীরের দলকে ভরসা যুগিয়েছে মিডল অর্ডারে।প্রসঙ্গত, গৌতম গম্ভীরের পর তিনি হলেন কলকাতার সবচেয়ে বেশী রান সংগ্রাহক।৩০.৪৮ গড়ে তিনি করেছিলেন ২৪৩৯ রান।২০১৪ সালে কলকাতার আইপিএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রবিন।সেইবার সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে “অরেন্জ ক‍্যাপ” টি উঠেছিলো তার মাথায় তিনি করেছিলেন ৬৬০ রান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *