নিচে গত ১২ বছরের দলের ইতিহাসের কথা মাথায় রেখে একটি সেরা একাদশ বানানো হলো।
১. ক্রিস লিন
কলকাতা দলের অন্যতম একজন বিদেশী ক্রিকেটার ক্রিস লিন।ইনিংসের শুরু’ তে তার খেলা বিস্ফোরক ইনিংস নিরাপত্তা দেয় দলকে।যা পাওয়ার প্লে’র ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রাখতে সাহায্য করে।
অস্ট্রেলিয়ান এই তারকা ব্যাটসম্যান নাইটরাইডার্সের হয়ে আইপিএলে করেছেন
১২৭৪ রান, ১৪১.৩৯ স্ট্রাইক রেটে।প্রসঙ্গত, তিনি একমাত্র বিদেশী ক্রিকেটার যিনি কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে দশটা ৫০ + ইনিংস খেলেছেন।
প্রসঙ্গত, বিদেশী ওপেনার হিসাবে দলে ভাবা যেতেই পারে কিউয়ি ওপেনার ব্রেন্ডন ম্যাককুলাম’ কে।আইপিএলে’র ইতিহাসে প্রথম ম্যাচে তার খেলা ১৫৮ রানের ইনিংস ভুলতে পারেনি কেউই।যদিও এরপর তার দলের হয়ে তেমন উল্লেখযোগ্য কোনও ইনিংস নেই।