আইপিএলে’র জনপ্রিয় দলগুলোর মধ্যে অন্যতম একটি হলো কলকাতা নাইটরাইডার্স।টুর্নামেন্টের শুরু থেকেই তাদের জনপ্রিয়তা তুঙ্গে।গোটা কলকাতা বাসীর নয়নের মনি এই ক্রিকেট দল।
টুর্নামেন্টের সফলতম দলগুলোর মধ্যে অন্যতম একটি নাইটরাইডার্স।এখনও অবধি মোট দুইবার ( ২০১২, ২০১৪ ) আইপিএল জিতেছে তারা।তরুণ – অভিজ্ঞ ক্রিকেটারদের সমাবেশে প্রতিবছর দারুণ দল নির্মাণ করে শাহরুখ খান নেতৃত্বাধীন মালিক কর্তৃপক্ষ।