খেলোয়াড় রিলিজ করে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কত টাকা ফেরত পেল? দেখে নিন তালিকা 1

আসন্ন আইপিএল এর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে আটটি ফ্র্যাঞ্চাইজি। গতকাল কোন কোন খেলোয়াড়কে রেখে দেওয়া হয়েছে এবং কোন খেলোয়াড়দের রিলিজ করা হয়েছে – সেই সংক্রান্ত তালিকা পেশ করে ফ্র্যাঞ্চাইজিগুলি। আর খেলোয়াড় রিলিজ করার দরুণ তাদের মূল্যগুলি ফেরত পেয়ে যাবে ফ্র্যাঞ্চাইজিরা, যা দিয়ে আসন্ন নিলামে তারা নতুন খেলোয়াড় নিতে পারবে। এই অবস্থায় কোন দলের কাছে কত অর্থ রয়েছে, সেই তালিকা দেখে নেওয়া যাক।

খেলোয়াড় রিলিজ করে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কত টাকা ফেরত পেল? দেখে নিন তালিকা 2

চেন্নাই সুপার কিংস

খেলোয়াড় রিলিজ করে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কত টাকা ফেরত পেল? দেখে নিন তালিকা 3

আসন্ন আইপিএল এর জন্য চেন্নাই সুপার কিংস ছেড়ে দিয়েছে মোট ছয়জন খেলোয়াড়কে। এদের মধ্যে আগেই অবসর ঘোষণা করে নিয়েছিলেন শেন ওয়াটসন। এদিকে রিলিজ হওয়া বাকি খেলোয়াড়রা হলেন হরভজন সিং, পীযুষ চাওলা, কেদার যাদব, মুরলী বিজয় এবং মোনু সিং। চাওলা ও যাদবের মত বড় দামের খেলোয়াড়কে ছাড়ায় অনেক বেশি অর্থ এসেছে সিএসকে এর পকেটে। এই মুহুর্তে তাদের কাছে রয়েছে ২২.৯ কোটি টাকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

খেলোয়াড় রিলিজ করে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কত টাকা ফেরত পেল? দেখে নিন তালিকা 4
Bengaluru: Royal Challengers Bangalore’s players celebrate fall of Shane Watson’s wicket during the 39th match of IPL 2019 between Royal Challengers Bangalore and Chennai Super Kings at M.Chinnaswamy Stadium in Bengaluru, on April 21, 2019. (Photo: IANS)

বেশ অনেক খেলোয়াড়কে এই মরশুমে আবারও রিলিজ দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগেই পার্থিব প্যাটেল অবসর নিয়ে নিয়েছিলেন। এছাড়া যাদের বাদ দেওয়া হয়েছে তারা হলেন মইন আলী, শিবম দুবে, গুরকিরত মান সিংহ, অ্যারন ফিঞ্চ, পবন নেগী, ডেল স্টেইন, ইসিরু উদানা, উমেশ যাদব এবং ক্রিস মরিস। মরিসকে ছাড়ার দরুন ১০ কোটি টাকা ফেরত পেল আরসিবি। আর এর জেরে তাদের মোট অর্থ রয়েছে ৩৫.৭ কোটি টাকা।

রাজস্থান রয়্যালস

খেলোয়াড় রিলিজ করে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কত টাকা ফেরত পেল? দেখে নিন তালিকা 5

আরসিবির মত রাজস্থান রয়্যালসও বেশ কিছু খেলোয়াড়কে রিলিজ করেছে এই মরশুমের জন্য। রিলিজ হয়েছেন স্টিভ স্মিথ, টম করন, ওসেইন থমাস, বরুণ অ্যারন, অঙ্কিত রাজপুত, অনিরুদ্ধ যোশী, আকাশ সিংহ এবং শশাঙ্ক সিংহ। আর এর জেরে তাদের অ্যাকাউন্টে এসেছে ৩৪.৮৫ কোটি টাকা।

কিংস ইলেভেন পাঞ্জাব

খেলোয়াড় রিলিজ করে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কত টাকা ফেরত পেল? দেখে নিন তালিকা 6

বেশ কিছু বড় নামকে আসন্ন আইপিএল এর জন্য রিলিজ করেছে পাঞ্জাব। তারা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, শেলডন কট্রেল, কৃষ্ণাপ্পা গৌথম, মুজিব উর রহমান, জিমি নিশাম, জগদীশ সুচিথ, তাজিন্দর সিং, হার্ডাস ভিলজোইন এবং করুণ নায়ার। আর এর জেরে পাঞ্জাবের ব্যাঙ্কে রয়েছে ৫৩.২ কোটি টাকা।

মুম্বই ইন্ডিয়ান্স

খেলোয়াড় রিলিজ করে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কত টাকা ফেরত পেল? দেখে নিন তালিকা 7

তারকাখচিত এই দলে সেভাবে রিলিজ দেওয়ার মত কেউ না থাকলেও কয়েকজনকে ছেড়ে দিতে হয়েছে তাদের। অবসর নেওয়ার দরুণ ছাড়তে হয়েছে লাসিথ মালিঙ্গাকে। এছাড়া রিলিজ দেওয়া হয়েছে জেমস প্যাটিনসন, নাথান কুল্টার নাইল, মিচেল ম্যাকলেঘান, শার্ফেন রাদারফোর্ড, প্রিন্স বলবন্ত রাই এবং দিগবিজয় দেশমুখকে। এর জেরে মুম্বইয়ের পার্সে রয়েছে ১৫.৩৫ কোটি টাকা।

সানরাইজার্স হায়দ্রাবাদ

খেলোয়াড় রিলিজ করে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কত টাকা ফেরত পেল? দেখে নিন তালিকা 8

খুব বেশি খেলোয়াড়কে তারা এই মরশুমে ছাড়েননি। মূলত ঘরোয়া কিছু ক্রিকেটারকেই রিলিজ দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তারা হলেন বিলি স্টানলেক, ফাবিয়ান অ্যালেন, সঞ্জয় যাদব, বি সন্দীপ এবং ইয়ারা পৃথ্বী রাজ। এই মুহুর্তে তাদের হাতে রয়েছে ১০.৭৫ কোটি টাকা।

কলকাতা নাইট রাইডার্স

খেলোয়াড় রিলিজ করে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কত টাকা ফেরত পেল? দেখে নিন তালিকা 9

বেশ কিছু তারকা খেলোয়াড় রিলিজের গুঞ্জন থাকলেও শেষ অবধি তেমন বড় কাউকেই রিলিজ করল না কলকাতা। টম ব্যান্টন, ক্রিস গ্রিন, সিদ্ধেশ লাড, নিখিল নায়েক, এম সিদ্ধার্থ এবং হ্যারি গার্নেকে রিলিজ করল কেকেআর। এর জেরে তাদের হাতে রয়েছে ১০.৮৫ কোটি টাকা

দিল্লি ক্যাপিটালস

খেলোয়াড় রিলিজ করে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কত টাকা ফেরত পেল? দেখে নিন তালিকা 10

তারকা খচিত এই দল থেকে সেভাবে কাউকে বাদ দেয়নি দিল্লি ক্যাপিটালস। গতবারের রানার্স আপ ফ্র্যাঞ্চাইজি চলতি মরশুমে রিলিজ করল  মোহিত শর্মা, তুষার দেশপান্ডে, কিমো পল, সন্দীপ লামিচেনে, অ্যালেক্স ক্যারি এবং জেসন রয়। এর জেরে তাদের অ্যাকাউন্টে রয়েছে স্রেফ ৯ কোটি টাকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *