Ipl 2024

IPL 2024: বিশ্বকাপ শেষ হয়েছে নভেম্বরের ১৯ তারিখ। ক্রিকেটজনতার ফোকাস আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) দিকে। মরসুম শুরু হতে এখনও বাকি মাসখানেক। আপাতত ‘মিনি’ নিলাম নিয়েই চলছে যাবতীয় জল্পনা। বোর্ড সূত্রে জানা গিয়েছে যে ১৯ ডিসেম্বর দুবাইয়ের মাটিতে আয়োজিত হতে চলেছে নিলামপর্ব। প্রথামাফিক নিজেদের রিলিজ ও রিটেনশন তালিকাও গত ২৬ নভেম্বর সামনে এনেছে দশ ফ্র্যানচাঞ্জি। জানা গিয়েছে কাদের দলগুলি ধরে রাখছে আগামী মরসুমের জন্য। আর কারা রয়েছেন বাতিলের খাতায়। আসন্ন নিলাম থেকে প্রয়োজনমত ক্রিকেটার বেছে নিয়ে ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামতে বগদ্ধপরিকর দলগুলি। এখনও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ১১৬৬ জন নাম লিখিয়েছেন নিলামের জন্য। তাঁদের মধ্যে তিন তারকার দিকে থাকবে নজর। পূর্বের যাবতীয় রেকর্ড ভেঙে তারা নতুন দলে নাম লেখাতে পারেন ২০ কোটি বা তার চেয়ে বেশী টাকায়।

Read More: IPL 2024: রিটেন হয়ে ভুল করেছে এই ৩ খেলোয়াড়, নিলামে অংশ নিলে হতো লক্ষ্মীলাভ !!

ট্র্যাভিস হেড-

Travis Head | IPL 2024 | Image: Getty Images
Travis Head | Image: Getty Images

২০২৩-এর অন্যতম সেরা ক্রিকেটার বলা হচ্ছে ট্র্যাভিস হেড’কে (Travis Head)। জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত শতরান অস্ট্রেলিয়াকে খতাব জিততে সাহায্য করেছিলো। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন চোটের কবলে পড়েন তিনি। হাত ভেঙে গিয়েছিলো অস্ট্রেলীয় ওপেনারের। প্রথম বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেন নি ওডিআই বিশ্বকাপের। এরপর মাঠে ফিরলেও কোনোরকম জড়তা দেখা যায় নি হেডের (Travis Head) মধ্যে। বরং প্রত্যাবর্তন ম্যাচেই তাঁর ব্যাট থেকে আসে ঝোড়ো শতরান। এমনকি ফাইনালেও ভারতের বিরুদ্ধে এক অসাধারণ ইনিংস খেলতে দেখা গেলো তাঁকে। হেডের ১৩৭ রানের ইনিংস চাপে পড়তে দেয় নি অজি ব্রিগেড’কে। তাদের হাতে তুলে দিয়েছে ষষ্ঠ বিশ্বকাপ খেতাব।

টি-২০তে ট্র্যাভিস হেডের পরিসংখ্যান বেশ ঝলমলে। দেশের হয়ে প্রায় ৩০ গড়ে ৫৫৪ রান করেছেন ২৩ ম্যাচে। স্ট্রাইক রেট’ও ১৪৭-এর আশেপাশে। সমগ্র টি-২০ কেরিয়ারে ১০৭ ম্যাচে তাঁর সংগ্রহ ২৭৯৪ রান। প্রয়োজনে অফস্পিন’ও করতে পারেন হেড (Travis Head)। ফর্মে থাকা হেড’কে দলে সামিল করতে আসন্ন নিলামে দড়ি টানাটানিতে অংশ নেবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। এর আগে ২০১৬, ২০১৭ সালে আরসিবি’র হয়ে খেলেছেন হেড। এবারও তাঁকে ফেরাতে মরিয়া হবে বেঙ্গালুরু (RCB)। ওপেনারের প্রয়োজন রয়েছে নাইট রাইডার্সেরও। তারাও আগ্রহ দেখাতে পারে হেড-এর জন্য। হ্যারি ব্রুক’কে রিলিজ করে দেওয়ার পর ট্র্যাভিস হেডের জন্য ঝাঁপানোর সম্ভাবনা সানরাইজার্সের। ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই হলে ২০ কোটি ছুঁতে পারে অজি তারকার দর।

রচিন রবীন্দ্র-

Rachin Ravindra | IPL 2024 | image: Getty Images
Rachin Ravindra | image: Getty Images

নিলামের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় উপরের দিকেই রয়েছেন রচিন রবীন্দ্রn (Rachin Ravindra)। ভারতীয় অংশোদ্ভুত কিউই তরুণ এবারের বিশ্বকাপে গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন। ২০২১ সালে যখন ভারত সফরে এসেছিলেন, তখন তাঁকে মূলত বোলার হিসেবেই চিনেছিলো ক্রিকেটজনতা। কিন্তু ব্যাট হাতেও তিনি যে সমান দক্ষ তা রচিন (Rachin Ravindra) বুঝিয়ে দিয়েছেন এবারের বিশ্বকাপে। প্রতিযোগিতার শুরুটাই করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য শতরান দিয়ে। এরপর টুর্নামেন্ট যত এগিয়েছে বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরেছেন রচিন। বিশ্বকাপে ৫৬৫ রান চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। করেছেন ৩টি শতরান। ভেঙে দিয়েছেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। এতদিন ২৫ পেরোনোর আগে বিশ্বকাপে সবচেয়ে বেশী রানের রেকর্ড ছিলো মাস্টার ব্লাস্টারের। তাঁর ৫২৩ রানের নজির ভেঙে রচিনের সংগ্রহ ৫৬৫। সাথে নিয়েছেন ৭ উইকেট’ও।

মাত্র ২৪ বছর বয়স রচিন রবীন্দ্রের (Rachin Ravindra)। যে ফর্ম তিনি সদ্যসমাপ্ত বিশ্বকাপে দেখিয়েছেন তার পর তাঁর উপর বিনিয়োগ করতে মরিয়া আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে অভাব রয়েছে স্পিনারের। রচিনের মত স্পিন বোলিং অলরাউন্ডারকে পেলে তারা লুফে নেবে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস (CSK) থেকে সরে দাঁড়িয়েছেন বেন স্টোকসের মত নামী তারকা। ইংল্যান্ড কিংবদন্তির বিকল্প হিসেবে তাদের রেডারেও থাকতে পারেন রচিন। কলকাতাও (KKR) আসন্ন মরসুমের জন্য শাকিব আল হাসান’কে ধরে রাখে নি। ‘লাইক ফর লাইক’ বিকল্প হিসেবে তাদের ভাবনাতেও থাকতে পারেন রচিন। কিউই তরুণের জন্যও ত্রিমুখী বা চতুর্মুখী দ্বৈরথ হতে পারে। সকল রেকর্ড ভেঙে ২০ কোটি ছাড়াতে পারে মূল্য।

প্যাট কামিন্স-

Pat Cummins | IPL 2024 | image: Getty Images
Pat Cummins | image: Getty Images

এই তালিকায় তৃতীয় নাম হতে পারেন প্যাট কামিন্স (Pat Cummins)। অস্ট্রেলীয় অধিনায়ক সাম্প্রতিক কালে দেশকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উপহার দিয়েছেন। ভারতের মাটিতে ভারতকেই হারিয়ে জিতেছেন ওডিআই বিশ্বকাপ। তাঁর তুখড় স্ট্র্যাটেজি নির্মাণের প্রশংসা করতে শোনা গিয়েছে রবিচন্দ্রণ অশ্বিনকেও। ২০২২ অবধি কামিন্স (Pat Cummins) খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাঁকে সম্ভবত গত বছরেও রিটেন করার পথে হাঁটত কলকাতা (KKR), কিন্তু নিজেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে তরতাজা রাখতে চেয়েছিলেন। কামিন্সের সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিলো, তার প্রমাণ অজি ব্রিগেডের জোড়া বিশ্বখেতাব জয়। এক বছরের বিরতির পর আইপিএলের (IPL) আঙিনায় ফিরছেন কামিন্স। ফিরছেন বিশ্বজয়ী অধিনায়ক হিসেবে। তাই তাঁকে নিয়ে আগ্রহ রয়েছেই।

বোলিং-এর পাশাপাশি প্রয়োজনে লোয়ার অর্ডারে ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর পুরনো দল কলকাতা আগ্রহী হতে পারে অস্ট্রেলীয় তারকাকে নিয়ে। কেকেআর এবার নিলামের আগে তাদের গতবারের স্কোয়াডের অধিকাংশ পেসারকে ছেঁটে ফেলেছে। ফলত কামিন্সের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে শক্তি বাড়াবে তাদের। অন্যদিকে প্যাট কামিন্সকে দলে ফেরাতে আগ্রহী হতে পারে দিল্লী ক্যাপিটালস’ও (DC)। গত মরসুমে ফাস্ট বোলারের অভাব ভুগিয়েছে তাদের। পাশাপাশি দিল্লী কোচ রিকি পন্টিং ও ডায়রেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় দুজনেই কামিন্সের বড় ভক্ত। ২০২২-এর চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের (GT) হাতে নিলামে সবচেয়ে বেশী অর্থ রয়েছে। তারাও সামিল হতে পারে কামিন্সকে সই করানোর দৌড়ে। এর আগে ১৫.৫০ কোটি টাকা পাওয়ার নজির রয়েছে কামিন্সের। এবার তা বেড়ে দাঁড়াতে পারে ২০ কোটি বা তার বেশীতে।

Also Read: IPL 2024: এই ৩ খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বড় ভুল করে ফেললো গুজরাট টাইটান্স, থাকতে হবে খালি হাতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *