সৌরভ গাঙ্গুলী 
পরিবর্তনের যুগ থেকে ভারতীয় টিমকে শক্তিশালী টিমে পরিণত করা সৌরভ গাঙ্গুলীর কোনো পরিচয়ের প্রয়োজন নেই কিন্তু আইপিএলে তার ক্যারিয়ার খুব একটা সফল ছিল না। তিনি আইপিএলে মোট ৫৯টি ম্যাচ খেলে ১৩৪৯ রান করেছেন। সৌরভ গাঙ্গুলীর ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১০৬। দাদার নাম অনুসারে এই পারফরম্যান্সকে অসাধারণ বলা যায় না। আইপিএলে তিনি সফল হননি।