ক্রিকেট বিশ্বের জনপ্রিয় এবং ধনী ক্রিকেট লীগ হলো আইপিএল (IPL)। এই প্রতিযোগিতার জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে যার ফলে বিশ্বের বিভিন্ন্য প্রান্ত থেকে নাম না জানা ক্রিকেটাররা এই প্রতিযোগিতাতে অংশগ্রহন করার জন্য অপেক্ষায় বসে রয়েছে। ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট প্রেমীরাও এই প্রতিযোগিতার ওপর ক্রমশ আরো বেশি আকর্ষিত হয়ে পড়েছে। তাই আইপিএল কে বিশ্বের দরবারে আরো বেশি বেশি আকর্ষিত করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল পরিচালন কমিটি ক্রমশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই বছর ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে আইপিএল এর ইতিহাসের সব থেকে বড়ো মেগা নিলাম। এই মেগা নিলামে নতুন দুটি আইপিএল দলের সংযোজন হয়েছে যথাক্রমে তারা হলো আমেদাবাদ এবং লক্খনোও। এছাড়াও এবার আইপিএল এর মেগা নিলামে সব থেকে আকর্ষিত হলো আইপিএল এর বাকি ৮টি দল তাদের দলের যেকোনো ৪ জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি ক্রিকেটারদের নিলামে ছেড়ে দিতে হয়েছে এবং যার ফলে বেশ কিছু উটটি ক্রিকেটার সোহো বহু তারকা ক্রিকেটরা এই বছর আইপিএল এর নিলামে অংশগ্রহন করতে চলেছেন। যেহেতু এই বছর আইপিএল এর নিলামে “Right To Mtach” (RTM) এর পদ্ধতি নেই তাই ৮টি দল তাদের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের থেকে অনেককেই আবার দলে ফেরাতে পারবে। আমার এইখানে ৮টি দলের একজন করে সব থেকে পুরানো ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবো যাদের আবার তাদের গত বছরের আইপিএল দল নিজেদের দলে ফিরিয়ে নিতে পারে।
ফাফ ডু প্লেসিস (CSK)
ডানহাতি সাউথ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস যিনি তার অসাধারণ বিধংসী ব্যাটিং এবং ফিল্ডিংয়ের বিশ্ব বিখ্যাত। ডানহাতি এই ব্যাটসম্যান আইপিএল এ চেন্নাই সুপার কিংস দলের একজন নির্ভরযোগ্য ক্রিকেটার হিসাবে পরিচিত এবং তিনি চেন্নাইয়ের হয়ে একাধিক আইপিএল ট্রফি জিতেছেন। যেহেতু চেন্নাই দল তাকে পরবর্তী নিলামে ছেড়ে দিয়েছে তাই আশা করা যাচ্ছে চেন্নাই দল তাকে আবার নেবার জন্য ঝাঁপাতে পারে।