আইপিএল ২০১৯: তরুণ পাঁচ ক্রিকেটার, যারা দেখাতে পারেন এই আসরে চমক 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল মানেই যেন ব্যাট বলের এক মহা যুদ্ধ। এই যুদ্ধে সামিল হন সারা বিশ্বে ক্রিকেটের ফেরি করে বেড়ানো সব তারকা ক্রিকেটাররা। পাশপাশি তাঁদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পান তরুণ ক্রিকেটাররাও। আইপিএলে নিজেদের প্রমাণ করে জাতীয় দলের দরজা উন্মুক্ত করতে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তরুণরা।

আগামী আসরের জন্যেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো বেছে নিয়েছে তরুণ ক্রিকেটারদের। এবার দেখে নেয়া যাক এমনই পাঁচ জন তরুণ ক্রিকেটারের তালিকা।

 

৫। আনরিজ নর্তজে

আইপিএল ২০১৯: তরুণ পাঁচ ক্রিকেটার, যারা দেখাতে পারেন এই আসরে চমক 2

ডানহাতি পেস বোলার আনরিজ নর্তজে সম্প্রতি মাজানসি সুপার লিগে নিজের জাত চিনিয়ে এসেছেন লাইম লাইটে। ২০১৯ আইপিএল আসরের জন্য ২০ লাখ রুপির বিনিময়ে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে ভিড়িয়েছে। মাত্র ছয়টি টি-২০ ম্যাচে ১৯ উইকেট নেয়া নর্তজেকে মনে করা হচ্ছে গতি তারকা ডেল স্টেইনের বিকল্প হিসেবে।

৪। ওশনে থমাস

আইপিএল ২০১৯: তরুণ পাঁচ ক্রিকেটার, যারা দেখাতে পারেন এই আসরে চমক 3

ওয়েস্ট ইন্ডিজের গত ভারত সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া গতি তারকা ওশনে থমাস গত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দেখিয়েছেন চমক। জ্যামাইকা তালাওয়াসের হয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন থমাস। অন্যদিকে ১৫০ কিঃমিঃ গতিতে বল ছুড়তেও দেখা গিয়েছে তাঁকে। নিলামে রাজস্থান রয়্যালস ১.১ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় এই তরুণকে।

৩। বরুণ চক্রবর্তী

আইপিএল ২০১৯: তরুণ পাঁচ ক্রিকেটার, যারা দেখাতে পারেন এই আসরে চমক 4

আগামী আসরের জন্য কিংস ইলেভেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি ৮.৪ কোটি রুপি মূল্য হাঁকিয়ে দলে ভিড়িয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীকে। ২০১৮ বিজয় হাজারি ট্রফিতে ২২ উইকেট নেয়ার পাশপাশি তামিল নাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতেও দেখা যাবে এই ঘূর্ণি জাদুকরকে।

২। শিভাম ডুব

আইপিএল ২০১৯: তরুণ পাঁচ ক্রিকেটার, যারা দেখাতে পারেন এই আসরে চমক 5

নিলামের কিছুদিন আগে মুম্বাইর জার্সি গায়ে রঞ্জি ট্রফিতে পাঁচ বলে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়েন শিভাম ডুব। এরই ধারাবাহিকতায় নিলামে তাঁকে নিয়ে চলে অনেক নাটক। আর সেই নাটকের সমাপ্তি টানে রয়্যাল চেলাঞ্জার্স বেঙ্গালোর তাঁদের ভাণ্ডার থেকে ৫ লাখ রুপি খরচের মাধ্যমে শিভামকে দলে ভিড়িয়ে। রঞ্জি ট্রফির এই আসরে ব্যাট হাতে ৪৫৪ রান করার পাশপাশি বল হাতেও ২১ উইকেট নেন এই অলরাউন্ডার।

১। শুভমান গিল

আইপিএল ২০১৯: তরুণ পাঁচ ক্রিকেটার, যারা দেখাতে পারেন এই আসরে চমক 6

২০১৮ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে আলো ছড়ানোর পর পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করে নিজের অস্তিত্বের জানান দিয়েছেন শুভমান গিল। গত আসরে আইপিএলে দল না পেলেও আগামী আসরের জন্য কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে ভিড়িয়েছে। এখান থেকেই হয়তো জাতীয় দলে খেলার পথ সুগম করতে পারেন তরুণ এই ক্রিকেটার।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *