আইপিএল ২০১৯: আট টীমের মিডল অর্ডার র‍্যাংকিং, দেখে নিন কোন টীম এগিয়ে 1

ইতোমধ্যে বাজতে শুরু করেছে আইপিএলের দামামা। দলগুলো জোর প্রস্তুতি নিয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছে। অন্যদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে শলাপরামর্শ করছে টিম ম্যানেজম্যান্ট।

দলে টপ অর্ডার ব্যাটসম্যানদের পাশাপাশি মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান তুলতে সাহায্য করে থাকে দলের জার্সি গায়ে, অবদান রাখেন ম্যাচ জয়েও।

এবার দেখে নেওয়া যাক আইপিএলে দলগুলোর মিডল অর্ডারে ব্যাটসম্যানদের হালচাল

 

#৮. রাজস্থান রয়্যালস

আইপিএল ২০১৯: আট টীমের মিডল অর্ডার র‍্যাংকিং, দেখে নিন কোন টীম এগিয়ে 2

সম্ভাব্য মিডল অর্ডার ব্যাটসম্যানের তালিকা

১। স্টিভেন স্মিথ

২। সানজু স্যামসন

৩। বেন স্টোকস

৪। রাহুল ত্রিপাতি

৫। আয়রিমান বিরলা

৬। প্রশান্ত চোপরা

৭। মহীপাল লোমর

৮। লিয়াম লিভিংস্টোন

৯। শশাঙ্ক সিং

১০। রায়ান পরাগ

এর মধ্য থেকে মিডল অর্ডারে ব্যাট হাতে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি স্টিভেন স্মিথ, সানজু স্যামসন, বেন স্টোকস এবং রাহুল ত্রিপাতির। অন্যদিকে টিম কম্বিনেশন মিলাতে গিয়ে দেখা যেতে লিয়াম লিভিংস্টোনকে।

#৭. কিংস ইলেভেন পাঞ্জাব

আইপিএল ২০১৯: আট টীমের মিডল অর্ডার র‍্যাংকিং, দেখে নিন কোন টীম এগিয়ে 3

সম্ভাব্য মিডল অর্ডার ব্যাটসম্যানদের তালিকা

১। মায়াঙ্ক আগারওয়াল

২। করুণ নায়ার

৩। ডেভিড মিলার

৪। মান্দিপ সিং

৫। সরফরাজ খান

৬। প্রভাশরাম সিং

৭। অগ্নিবাস আয়াসি

একাদশ সাজানোর ক্ষেত্রে কোচ বেছে নিতে পারেন মায়াঙ্ক আগারওয়াল, করুণ নায়ার এবং ডেভিড মিলারকে। পাশাপাশি দলে থাকতে পারেন মন্দিপ সিং এবং সরফরাজ খান।

#৬. কলকাতা নাইট রাইডার্স

আইপিএল ২০১৯: আট টীমের মিডল অর্ডার র‍্যাংকিং, দেখে নিন কোন টীম এগিয়ে 4

১। রবিন উথাপ্পা

২। নিতিশ রানা

৩। দীনেশ কার্তিক

৪। শুবম্যান গিল

৫। রিংকু সিং

৬ নিখিল নায়েক

ক্রিস লিন এবং সুনীল নারাইন ইনিংস উদ্বোধন করেলে মিডল অর্ডারে দেখা যাবে রবিন উথাপ্পা, নিতিশ রানা, দীনেশ কার্তিক, শুবম্যান গিলদের। বিকল্প হিসেবে রয়েছেন রিংকু সিং এবং নিখিল নায়েক।

#৫. সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএল ২০১৯: আট টীমের মিডল অর্ডার র‍্যাংকিং, দেখে নিন কোন টীম এগিয়ে 5

সম্ভাব্য মিডল অর্ডার ব্যাটসম্যান

১। ক্যান উইলিয়ামসন

২। মানিশ পাণ্ডে

৩। ইউসুফ পাঠান

৪। সাকিব আল হাসান

৫। রিকি ভুঁই

হায়দ্রাবাদের মিডল অর্ডার সামাল দিতে দেখা যাবে ক্যান উইলিয়ামসন, ইউসুফ পাঠান, মানিশ পাণ্ডে, সাকিব আল হাসান। বিকল্প মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে রয়েছেন রিকি ভুঁই।

#৪. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

আইপিএল ২০১৯: আট টীমের মিডল অর্ডার র‍্যাংকিং, দেখে নিন কোন টীম এগিয়ে 6

সম্ভাব্য মিডল অর্ডার ব্যাটসম্যান

১। বিরাট কোহলি

২। এবি ডি ভিলিয়ার্স

৩। হেনরিক ক্লাসেন

৪। শিমরন হেটমেয়ার

৫। হিম্মত সিং

৬। মিলিন্দ কুমার

৭। আকাশদীপ নাথ

একাদশে সুযোগ পেতে পারেন বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, হেনরিক ক্লাসেন/ মইন আলি, শিমরন হেটমেয়ার। দলে ইনজুরি সমস্যা দেখা দিলে মাঠে নামতে পারেন হিম্মত সিং এবং মিলিন্দ কুমাররা।

#৩. দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০১৯: আট টীমের মিডল অর্ডার র‍্যাংকিং, দেখে নিন কোন টীম এগিয়ে 7

সম্ভাব্য মিডল অর্ডার ব্যাটসম্যান

১। হনুমা বিহারী

২। শ্রেয়াস আইয়ার

৩। কলিন ইনগ্রাম

৪। ঋষভ পন্থ

৫। মানজত কালরা

৬। অঙ্কুশ বেইন্স

মূল একাদশে জায়গা পেতে পারেন হনুমা বিহারী, শ্রেয়াস আইয়ার, কলিন ইনগ্রাম, ঋষভ পন্থ। বিকল্প ক্রিকেটার হিসেবে দলে রয়েছেন মানজত কালরা এবং অঙ্কুশ বেইন্স।

#২. চেন্নাই সুপার কিংস

আইপিএল ২০১৯: আট টীমের মিডল অর্ডার র‍্যাংকিং, দেখে নিন কোন টীম এগিয়ে 8

সম্ভাব্য মিডল অর্ডার ব্যাটসম্যান

১। সুরেশ রাইনা

২। আম্বাতি রাইডু

৩। মহেন্দ্র সিং ধোনি

৪। কেদার যাদব

৫। ধ্রুব শ্রী

৬। চৈতন্য বিষ্ণু

৭। রতুরাজ গৈকদ

একাদশ সাজানোর ক্ষেত্রে বেছে নেয়া হতে পারে সুরেশ রাইনা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি এবং কেদার যাদবকে। লোয়ার মিডল অর্ডার সামাল দিতে পারেন রবীন্দ্র জাদেজা।

#১. মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল ২০১৯: আট টীমের মিডল অর্ডার র‍্যাংকিং, দেখে নিন কোন টীম এগিয়ে 9

সম্ভ্যাব মিডল অর্ডার ব্যাটসম্যান

১। ঈশান কিষান

২। রোহিত শর্মা/ সূর্যকুমার যাদব

৩। যুবরাজ সিং

৪। হার্দিক পান্ডিয়া

৫। সিদ্দেশ লাধ

৬। আদিত্য তারে

৭। অমলপ্রিত সিং

৮। পঙ্কজ জিসওয়াল

৯। ক্রুনাল পান্ডিয়া

একাদশে থাকতে পারেন ঈশান কিষান, রোহিত শর্মা/ সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া। কয়েকটা ম্যাচে সুযোগ পেতে পারেন সিদ্দেশ লাধ, অমলপ্রিত সিং, পঙ্কজ জিসওয়ালরাও।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *