আইপিএল ২০১৯: এবারের আইপিএলে বদলি ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে যাদের বিশ্বকাপের আগে 1

বিশ্বকাপের আগেই বসতে যাচ্ছে আইপিএলের ২০১৯ আসর। ফলে জাতীয় দলের কথা মাথায় রেখে স্বভাবতই আইপিএল থেকে বিশ্রাম দেয়া হতে পারে জাতীয় দলের হয়ে যারা বিশ্বকাপে অংশ নিবেন তাঁদের। জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রাম দিলে ফাঁকা হয়ে যাবে আইপিএলের কয়েকটি দলের অধিনায়কের পদ। এই শূন্য পদে তাই দেখা যাবে অন্যান্য ক্রিকেটারদের।

এবার দেখে নেওয়া যাক কারা সেই শূন্যস্থান পূরণে হতে পারে দলগুলোর প্রথম পছন্দ (শুধুমাত্র চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের তালিকা দেওয়া দেয়া হলো)

 

#৪. সুরেশ রায়না (চেন্নাই সুপার কিংস)

আইপিএল ২০১৯: এবারের আইপিএলে বদলি ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে যাদের বিশ্বকাপের আগে 2

আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের অত্যন্ত পরিচিত মুখ সুরেশ রায়না। ব্যাট হাতে মিডল অর্ডারে প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করার পাশপাশি পার্ট টাইম বোলার হিসেবেও বেশ সুনাম রয়েছে তাঁর। অন্যদিকে বিশ্বকাপের আগে দলের নিয়মিত ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলের অপরিহার্য অংশ হিসেবে বিশ্রামে থাকতে পারেন কিছু ম্যাচে। ধোনির বিকল্প হিসেবে চেন্নাইর দায়িত্ব তাই তুলে দেওয়া হতে পারে রাইনার কাছে।

 

#৩. রবিন উথাপ্পা ( কলকাতা নাইট রাইডার্স)

আইপিএল ২০১৯: এবারের আইপিএলে বদলি ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে যাদের বিশ্বকাপের আগে 3

২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ী আসরে সেরা রান সংগ্রাহক রবিন উথাপ্পা ব্যাটিং অর্ডারে অন্যতম শক্তির যোগান দিয়ে থাকেন কলকাতা শিবিরে। কলকাতার ক্যাপ্টেন দীনেশ কার্তিক বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য। তাই অধিকাংশ ম্যাচে নাও খেলতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফলে ক্যাপ্টেন হিসেবে কলকাতার জার্সি গায়ে জড়াতে পারেন অভিজ্ঞ রবিন উথাপ্পা।

 

#২. কাইরন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ান্স)

আইপিএল ২০১৯: এবারের আইপিএলে বদলি ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে যাদের বিশ্বকাপের আগে 4

মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক হিসেবেই রয়েছেন বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা। তাঁর নেতৃত্বেই শিরোপার স্বাদ পেয়েছে মুম্বাই। বিপরীতে বিশ্বকাপে ভারতের তুরুপের তাস রোহিত শর্মাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইবে না টিম ইন্ডিয়া। রোহিতের বিকল্প হিসেবে মুম্বাইয়ের অধিনায়কত্ব যেতে ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ডের হাতে।

 

#১. এবি ডেভিলিয়র্স (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)

আইপিএল ২০১৯: এবারের আইপিএলে বদলি ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে যাদের বিশ্বকাপের আগে 5

রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে বহু ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তাঁর ব্যাট যেদিন হাসে সেদিন প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না তিনি। রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের সহ অধিনায়কের দায়িত্বেও রয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

 

অন্যদিকে টিম ইন্ডিয়া বিশ্বকাপে অংশ নিবে বিরাট কোহলির নেতৃত্বে। তাই তাঁকে নিয়ে বেশ সতর্ক অবস্থানেই রয়েছে ক্রিকেট বোর্ড। বেঙ্গালোরের হয়ে যদি মাঠে না নামেন কোহলি তাহলে অধিনায়কের দায়িত্ব সামাল দিতে দেখা যাবে অভিজ্ঞ ডি ভিলিয়ার্সকে।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *