দিনটা নিশ্চয় মনে আছে ১৪ই ফেব্রুয়ারি, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর সন্ত্রাস হামলার ঘটনায় সারা দেশ ক্ষেপে যায়। আর সেই ঘটনার প্রতিবাদে পাকিস্তান সুপার লিগের সম্প্রচারের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় আইএমজি-রিলায়েন্স কোম্পানি। এমনকি ভারতে পিএসএলের সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয় স্পোর্টস চ্যানেল ডি স্পোর্টসও বয়কট করে। এবার সেই ঘটনার পাল্টা জবাব দিল পাকিস্তান। জানিয়ে দিলো আইপিএলের সম্প্রচার করা হবে না পাকিস্তানে। পাকিস্তানের তথ্য সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন পাকিস্তানে আইপিএল সম্প্রচার হবে না।
পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে দুটি দেশের সম্পর্ক খুব খারাপ পর্যায় পৌঁচেছে। ভারতের বিভিন্ন স্টেডিয়াম থেকে পাকিস্তান ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলা থেকে বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটেরও ডাক দেশ জুড়ে। এমনকী কয়েকদিন আগেই আইসিসি-র নির্দেশ মেনেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ২২ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সব ঘটনার প্রতিবাদে পাকিস্তানে আইপিএল সম্প্রচার করা হবে না, এমনটাই নির্দেশিকা জারি করেছে পাকিস্তান সরকার।আপনাদের জানিয়ে রাখি ২০০৮ সালে প্রথম আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা খেলার সুযোগ পেয়েছিলেন। পাকিস্তানের ক্রিকেটার সালমান বাট, শোয়েব আখতার, উমর গুল, মোহাম্মদ হাফিজ, আজহার মেহমুদ, শাহিদ আফ্রিদি, শোয়েব মালিকরা কাঁপিয়েছিলেন আইপিএলের মঞ্চ। পরে রাজনৈতিক কারণে আর আইপিএলে খেলতে পারেননি পাকিস্তানি ক্রিকেটাররা। তবে পাকিস্তানেও আইপিএল যথেষ্ট জনপ্রিয়। এবার সম্প্রচার নিষিদ্ধ হলে কিছুটা ক্ষতির মুখেই পড়তে হবে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টকে আইপিএল কে।
# দেখে নিন সেই ঘোষণার ভিডিও
IPL SESSION 2019 OFFICIALY BANNED IN PAKISTAN https://t.co/l2MkLcza8Q via @YouTube
— Bala Matti (@Bala_Matti) March 21, 2019