রোহিত শর্মার অধিনায়কত্বে আগামী আসরে অংশ নিতে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স নিলাম থেকে একাধিক তরুণ ক্রিকেটারের পাশাপাশি কিনে নিয়েছে অনেক গেম চেঞ্জার ক্রিকেটার। অন্যদিকে জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়ার মত ক্রিকেটারদের নিয়ে দল গড়ে আসরে ভাল কিছু করার আভাসই দিচ্ছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।
২০১৮-১৯ সিজনে বিজয় হাজারি ট্রফি ও দেওদার ট্রফিতে ম্যাচ জয়ী ইনিংস খেলা কয়েকজন ক্রিকেটাররা রয়েছেন মুম্বাইয়ের তাঁবুর নিচে। বিপরীতে গত আসরে খেলা ঈশান কিষান, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক মারাকান্দের মত ক্রিকেটাররা রয়েছেন মুম্বাইর ঘাটিতে।
এবার দেখা যাক তুলনামূলক কম পরিচিত এমনই ৩ জন ক্রিকেটারের তালিকা যারা মুম্বাইর জার্সি গায়ে সফলতা বয়ে আনতে পারেন দলের জন্য।
৩। অমলপ্রীত সিং
গত আসরে পাঞ্জাবের হয়ে মাঠ মাতালেও আগামী আসরের জন্য ৮০ লাখ রুপির বিনিময়ে মুম্বাইর ক্যাম্পে যোগ দিয়েছেন অমলপ্রীত সিং। সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে অত্যন্ত সুলভ মূল্যে মুম্বাই তাঁকে দলে পেয়েছে বলা যায়।
কেননা ২০১৮-১৯ আসরে বিজয় হাজারি ট্রফিতে মাত্র ৩ ম্যাচে মাঠে নেমে ১০৪.৬৬ গড়ে ৩১৪ রান করেছেন এই ব্যাটসম্যান। যেখানে সেঞ্চুরি হাঁকানো ইনিংসও ছিল দুইটি। অন্যদিকে ভারত ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডের মত শক্ত বোলিং লাইনআপের বিরুদ্ধে ম্যাচ জয়ী ৭১ রানের ইনিংসটিও চোখে পড়ার মতই। তাঁর এই ব্যাটিং কারিশমা এবার দেখা যেতে পারে মুম্বাইর হয়ে মাঠে নামলে।
২। অনুকূল রায়
২০১৮ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারির তালিকায় সবার উপরে থাকা অনুকূল রায়কে ২০ লাখ রুপির বিনিময়ে দলে ভিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
সম্প্রতি বিজয় হাজারি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে দারুণ পারফর্ম করয়েছেন এই বাঁহাতি স্পিনার। বিশেষ করে মহারাস্ট্রের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাঁর চার উইকেট নেওয়া ম্যাচ জয়ী বোলিংয়ে সেমি ফাইনালে উঠে তাঁর দল। টুর্নামেন্টে ওভার প্রতি মাত্র ৪.২১ রান খরচায় সর্বমোট ১৫ উইকেট নিয়েছেন তিনি।
শুধু বল হাতে নয় ব্যাট হাতেও লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৩৯.৫৭ গড়ে ১১৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। মুম্বাইর হয়ে আগামী আসরে স্পিন ভেল্কি দেখাতে পারলেই জানা যাবে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ তারকা হতে পারবেন কিনা অনুকূল।
১। রাহুল চাহার
২০১৭ আসরে রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে আইপিএলে অভিষেক ঘটে ১৮ বছর বয়সী রাহুলের। রাহুল চাহারের সহোদর দীপক চাহার রয়েছেন চেন্নাই সুপার কিংসের ট্রফি জয়ী স্কোয়াডে। তাই দীপক থেকে কিছুটা পরামর্শও পেতে পারেন তিনি।
অন্যদিকে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই স্পিনার বিজয় হাজারি ট্রফিতে সম্প্রতি রাজস্থানের হয়ে পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছেন মুম্বাই ফ্র্যাঞ্চাইজির। পুরো টুর্নামেন্ট জুড়ে ওভার প্রতি মাত্র ৪.২৮ রান খরচায় ২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে থেকে টুর্নামেন্টের ইতি টানেন এই স্পিনার। যেখানে তাঁর সেরা বোলিং ফিগার ছিল ২৯ রানের বিনিময়ে ৫ উইকেট।
মুম্বাইয়ের হয়ে সব ম্যাচে মাঠে নামার সুযোগ পেলে তিনিই হতে পারেন মুম্বাইয়ের তুরুপের তাস।