চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের প্রদর্শন ভীষণই নিরাশাজনক ছিল। তাদের খেলা মোট ১৪টি ম্যাচে মাত্র ৬টি জিততে পেরেছে তারা, বাকি আটটিতে তাদের হারের মুখে পড়তে হয়েছে। দলের হারে এই টিমের মালকিন প্রীতি জিন্টা ভীষণই হতাশ হয়েছেন, এবং ২০১৯ এর আইপিএলের আগেই এই তিন ক্রিকেটারকে রিলিজ করে দিতে পারেন তিনি। আমরা আমাদের এই প্রতিবেদনে আপনাদের সেই তিন ক্রিকেটারকে নিয়ে বলব যাদের আগামি আইপিএলের আগে দল থেকে ছেড়ে দিতে পারেন প্রীতি।
ময়ঙ্ক আগরওয়াল
চলতি আইপিএলের নিলামে ময়ঙ্ক আগরওয়ালকে এক কোটি টাকা দিয়ে দলে এনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু তার দামের অনুরূপ পারফর্মেন্স দেখাতে পারেন নি তিনি। চলতি মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন ময়ঙ্ক। যার মধ্যে তিনি মাত্র ১২.০০ গড়ে ১২০ রানই করতে পেরেছেন। তার এই খারাপ প্রদর্শনের পরে দলের মালকিন প্রীতি জিন্টা তাকে ২০১৯ আইপিএলের আগে রিলিজ করে দিতে পারেন।
Photo by: Deepak Malik / IPL/ SPORTZPICS
যুবরাজ সিং
এই তালিকায় রয়েছে যুবরাজ সিংয়েরও নাম। কারণ চলতি আইপিএলে যুবরাজের পারফর্মেন্স বলার মত কিছু নয়। এই আইপিএলে মোট আটটি ম্যাচে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেন যুবি। যাতে তিনি ১০.৮৩ ভীষণই খারাপ গড়ে এবং মাত্র ৮৯.০৪ এর সামান্য স্ট্রাইক রেটে মাত্র ৮৭ রান করেছেন। তার এই প্রদর্শনের কারণে যদি আগামি আইপিএলের আগেই তাকে দলের মালকিন প্রীতি রিলিজ করে দেন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। চলতি আইপিএলের নিলামে যুবরাজকে ২ কোটি টাকায় কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব।
মনোজ তেওয়ারি
চলতি আইপিএলের মরশুমে বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারিকে ১ কোটি টাকায় কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু তিনিও তার নামের অনুরূপ এই আইপিএলে প্রদর্শন করতে পারেন নি। ফলে তার প্রদর্শনে নিরাশায় রয়েছে পাঞ্জাব টিমি ম্যানেজমেন্টও। চলতি আইপিএলে মোট ৫টি ম্যাচে খেলেছেন মনোজ। আতে তিনি ১৫.৬৬ গড়ে এবং ১০৬. ৮১ স্ট্রাইকরেটে মাত্র ৪৭ রানই করেছেন। তার এই খারাপ প্রদর্শনের পর এটা বলা যেতেই পারে যে ২০১৯ আইপিএলের আগেই তাকে রিলিজ করতে দিতে পারেন প্রীতি।