আইসিসি থেকে বিতাড়িত করে দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে! 1

দুবাই: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বহিষ্কার হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট। পূর্ণ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে জুন মাসে আইসিসির কার্যনির্বাহী কমিটির বার্ষিক সভায় ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউএসএসিএ) ভাগ্য নির্ধারিত হয়। এরফলে মার্কিন ক্রিকেটের সঙ্গে দীর্ঘ ৫২ বছর সম্পর্ক ছিন্ন হল আইসিসি’র।

আইসিসি থেকে বিতাড়িত করে দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে! 2
আইসিসি

 

গত ১২ বছরের মধ্যে তিনবার নিষেধাজ্ঞার গেরোয় পড়ে দেশটির ক্রিকেট সংস্থা। ২০১৫ সালেও একবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল আইসিসি। আইসিসির বেধে দেওয়া নিয়মনীতি মেনে সংস্থায় কোন ঐক্যমত তৈরি করতে না পারার ব্যর্থতাই হয়ে ওঠে এবারের নিষেধাজ্ঞার প্রধান কারণ। সভায় আইসিসির পূর্ণ সদস্যদের ভোট বিপক্ষে পড়াতেই নির্বাসিত হয়ে যায় মার্কিন যুক্তরাষ্টের ক্রিকেট সংস্থা ইউএসএসিএ।

আইসিসি থেকে বিতাড়িত করে দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে! 3
ইউএসএসিএ

আইসিসির তরফ থেকে এই বিষয়ে বলে দেওয়া হয়, “আইসিসির বোর্ড সভায় বিষয়টি হাল্কাভাবে নেওয়া হয়নি। আমরা গত দুই বছরে দেশটির ক্রিকেট পূনর্গঠন প্রক্রিয়া দেখতে চেয়েছিলাম। কিন্তু সেখানকার বোর্ডে এখনও কোন ঐক্যমত গড়ে ওঠেনি। আমরা চাই, সেখানে একটা ঐক্য গড়ে উঠুক। কিন্তু দেখা যাচ্ছে বিষয়টা এখন মোটেও সম্ভব নয়।”

এখানে দেখুনঃ আইসিসি–র টেস্ট খেলিয়ে সদস্য হিসেবে এবার স্বীকৃতি পেল এই নতুন দুটি দেশ!

আইসিসির পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট কাঠামো গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে অারও জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়, “ইউএসএসিএ-র পেছনে ইতিমধ্যেই অনেক সময় এবং অর্থ ব্যয় করা হয়েছে। চেষ্টা করা হয়েছে তাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু ইউএসএসিএ কোনরকম সহযোগিতাই করেনি। তারা এই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবার আইসিসি পূর্ণ কাউন্সিল ক্রিকেট সংস্থাটির বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।”

আইসিসি থেকে বিতাড়িত করে দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে! 4
ইউএসএ-র পুরুষ আন্তর্জাতিক ক্রিকেট দল (ছবি সংগৃহিতঃ ইউএসসিএ-র মূল ওয়েবসাইট থেকে)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *