আরও একবার ফের কুলদীপের হয়ে সুর চড়াও করলেন হরভজন সিং। এর আগেও একাধিক বার এই উদীয়মান স্পিনারের পাশে দাড়িয়েছেন ভাজ্জি।আবার ফের আরেকবার এমনটা করতে দেখা গেলো তাকে। জানালেন অশ্বিনকে সরিয়ে পাকাপাকি ভাবে কুলদীপের মতো উইকেট টেকার বোলারকে নিয়মিত সুযোগ দেওয়া হোক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নেওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিরাট।এক্ষেত্রে তার এই মুহূর্তে অন্যতম চিন্তার কারণ স্পিনার নির্বাচন।এমন সময় অশ্বিনের বদলে কুলদীপকে খেলানোর পরামর্শ দিলেন হরভজন।
ধরমশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল কুলদীপের।সেই ম্যাচ ৬৮ রানে বিনিময়ে চার উইকেট নিয়ে ঋতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।পরবর্তী সময় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে।তার পারফরম্যান্স ছিলো ঋতিমতো চমকপ্রদ।
বছর ২৪ এর এই ” চায়নাম্যান ” বোলার এখনও অবধি ৬ টি টেস্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, এইমুহূর্তে তাতেই মজেছেন ভাজ্জি।শুধুমাত্র তাই নয়, তিনি চাইছেন খেলুক রবীন্দ্র জাদেজা।এক্ষেত্রে বৈচিত্র্যময়তা পাবে দলের স্পিন বিভাগ।
” এইমুহূর্তে আমার মতে এক নম্বর স্পিনার কুলদীপ।ওর উইকেট নেওয়ার ক্ষমতা অসাধারণ।এমনকি রবীন্দ্র জাদেজার ও।আমার মতে এই সিরিজে অশ্বিনকে সুযোগ দিতে পারে শুধুমাত্র এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার গড়া রেকর্ড ” ।
এর আগে ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন রবীচন্দ্রন অশ্বিন।কিন্তু গতবছর শেষের দিকে ফিটনেসের সমস্যার দরুন তাকে ছিটকে যেতে হয় দল থেকে।পরবর্তী সময়ে দলে তার অভাব পূরণ করেছেন কুলদীপ যাদব, দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে।