Prev1 of 12
Use your ← → (arrow) keys to browse

অ্যান্টিগা: বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হবার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। তাই সিরিজের তৃতীয় ম্যাচ জিতে লিড বাড়িয়ে নিতে চায় টিম ইন্ডিয়া। অন্যদিকে, এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চায় ক্যারিবিয়ানরা। এমন লক্ষ্য নিয়ে শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে অ্যান্টিগায় মুখোমুখি হবে দু’দল।

এখানে দেখুনঃ পাঁচ ক্রিকেটার যারা ভারতীয় দলে যুবরাজ সিংয়ের জায়গা নেওয়ার জন্য তৈরি!

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামে ভারত। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১০৫ রানের বড় ব্যবধানে জিতে নেয় ভারত।

পোর্ট অব স্পেনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ওপেনার আজিঙ্ক রাহানের ১০৩, অধিনায়ক বিরাট কোহলির ৮৭ রানের কল্যাণে ৪৩ ওভারে ৫ উইকেটে ৩১০ রান করে ভারত। জবাবে ৬ উইকেটে ২০৫ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে ১-০ লিড নেয় ভারত।

আরোও দেখুনঃ পরবর্তী কোচ হওয়ার জন্য সবুজ সিগনাল পেলেন এই প্রাক্তন ভারতীয় খেলোয়াড়!

তৃতীয় ওয়ানডে জিতে এই লিডকে বাড়িয়ে রাখতে চাইছেন ভারতের ওপেনার রাহানে। আগের ম্যাচের হিরো রাহানে বলেন, “আমরা ভালো ক্রিকেট খেলছি। এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে। দলের সবাই তাদের দায়িত্ব ভালোভাবে পালন করছে। তৃতীয় ম্যাচেও আমরা ভালো পারফরমেন্স করতে চাই এবং সিরিজে ডবল লিড নিতে চাই। তাতে সিরিজ জয়ের সুযোগও তৈরি হয়ে যাবে। সেই লক্ষ্য পূরণের জন্যই অ্যান্টিগায় আমরা মাঠে নামব।”

এবার দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে ভারতের প্রথম একাদশ:

Prev1 of 12
Use your ← → (arrow) keys to browse

আরও পড়ুন

ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচে থাকবে মেঘাচ্ছন্ন, টস জিতে ভারতকে নিতে হবে এই সিদ্ধান্ত

ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচে থাকবে মেঘাচ্ছন্ন, টস জিতে ভারতকে নিতে হবে এই সিদ্ধান্ত
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে ৩ একদিবসীয় ম্যাচের সিরিজের শেষ ম্যাচ ১৮ জানুয়ারী শুক্রবার খেলা হবে। এই ম্যাচ...

সিনিয়রের সম্মান করতে ভুললেন পার্থিব আর অক্ষর প্যাটেল, সোশ্যাল মিডিয়ায় করলেন যুবরাজকে তামাশা

সিনিয়রের সম্মান করতে ভুললেন পার্থিব আর অক্ষর প্যাটেল, সোশ্যাল মিডিয়ায় করলেন যুবরাজকে তামাশা
যুবরাজ সিং বর্তমান সময়ে ভারতীয় দল থেকে বাইরে রয়েছেন।যুবরাজ সিং ভারতীয় দলে ফিরে আসার জন্য বর্তমানে চলা...

ভারত বনাম অস্ট্রেলিয়া: মেলবোর্ন ওয়ানডের আগে অ্যারণ ফিঞ্চের হুঙ্কার, ভারতের জন্য বিপদের ঘণ্টি

অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে ৩ একদিবসীয় ম্যাচের সিরিজের শেষ ম্যাচ ১৮ জানুয়ারী শুক্রবার খেলা হবে। এই ম্যাচ...

অস্ট্রেলিয়ায় ঋষভ পন্থ খুব করেছিলেন স্লেজিং, এখন ঋষভ পন্থের মা আর বোন এর উপর দিলেন বয়ান

অস্ট্রেলিয়ায় ঋষভ পন্থ খুব করেছিলেন স্লেজিং, এখন ঋষভ পন্থের মা আর বোন এর উপর দিলেন বয়ান
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে হওয়া টেস্ট সিরিজকে ভারত ২-১ ফলাফলে জিতে নিয়েছে। এটা প্রথমবার ছিল যখন ভারত...

ভারত বনাম অস্ট্রেলিয়া: ৬৭ রান করতেই মহান ব্রায়ান লারার এই বিশ্বরেকর্ড ভেঙে দেবেন কোহলি

ভারত বনাম অস্ট্রেলিয়া: ৬৭ রান করতেই মহান ব্রায়ান লারার এই বিশ্বরেকর্ড ভেঙে দেবেন কোহলি
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে ক্রিকেট জগতে রেকর্ডের রথে সওয়ারি হয়েছেন। বিরাট কোহলির জন্য এখন...