ক্রিকেট বিশ্বের সেরা প্রতিযোগিদের মধ্যে ভারত সবসময়ই উল্লেখযোগ্য একটি দল। ভারতের অতীত রেকর্ড এ কথাই বলে। অন্যান্য টুর্নামেন্টের পাশাপাশি এশিয়া কাপেও সফল ভারত। এবারের এশিয়া কাপের ফাইনালে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের।
চলুন দেখে নিই এশিয়া কাপের ফাইনালে ভারতের অতীত রেকর্ড-
এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এর মধ্যে ছয়বারই জিতেছে ভারত
অতীত রেকর্ড ঘাটলে আমরা জানতে পারি, এখন পর্যন্ত মোট নয়বার এশিয়ার সবচাইতে মর্যাদাপূর্ন এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ভারত দল। আর নয়বার খেলা ফাইনালে ছয়বারই জয়ের দেখা পেয়েছে এশিয়ার অন্যতম এই ক্রিকেট পরাশক্তি দলটি।
এশিয়া কাপের প্রথম আসর অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টে তিনটি দল অংশ নেয় – ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা নিজেদের করে নেয় ভারত। টুর্নামেন্টে অনেকটা একচেটিয়া ভাবেই দলগুলোর বিরুদ্ধে জয় তুলে নেয় ভারত।
এরপরের আসরে শ্রীলংকা চ্যাম্পিয়ন হলেও ১৯৮৮ সালের আসরে আবারও শিরোপা নিজেদের করে নেয় ভারত। শিরোপা পুনরুদ্ধারের পর টানা তিনটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জয়ের হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করে নেয় তারা।
তবে ট্রফি জয়ের হ্যাট্রিকের পর আবার এশিয়া কাপ জিততে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ভারতকে। চার আসর পর আবারও এশিয়া কাপের ট্রফি জয়ের স্বাদ পায় তারা। এই দীর্ঘ সময়ের মধ্যে তিনবার কাপ জেতে শ্রীলংকা এবং অন্যবার নিজেদের ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপে নিজেদের প্রথম ট্রফি জয়ের স্বাদ পাকিস্তান।

তবে ২০১০ সালে আবারও শিরোপা পুনরুদ্ধার করতে সক্ষম হয় ভারত। ভারতের ক্রিকেট ইতিহাসের সবচাইতে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতে দলটি। এরপর পরবর্তী দুই আসরে ট্রফি জিততে ব্যর্থ হলেও ধোনির চৌকস অধিনায়কত্বে ২০১৬ সালে আবারও চ্যাম্পিয়ন হয় ভারত। তবে সেবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি ফরমেটে।
নিজেদের ঝুলিতে বড় এই রেকর্ড নিয়ে এবারের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত।