বিরাটরা তৈরি ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যে, মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় 1

আগামী ৬ ই ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শুরু করতে চলেছে ভারত । ছয় তারিখ হায়দ্রাবাদে প্রথম ম‍্যাচে ইন্ডিজদের মুখোমুখি হতে চলেছে বিরাটরা।ঠিক এমন সময় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন এই টুর্নামেন্টে প্রস্তুতি নেওয়া সম্পর্কে তার মাথায় দারুণ কিছু আইডিয়া আছে, যা তিনি শীঘ্রই অধিনায়ক বিরাট কোহলির সাথে শেয়ার করতে চলেছেন।এমনকি তিনি মনে করেন কুড়ি – বিশের বিশ্বকাপের জন্যে বিরাটরা এখনই প্রস্তুত।

বিরাটরা তৈরি ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যে, মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় 2

টি টোয়েন্টির ক্রমতালিকায় পন্চম স্থানে থাকা বিরাটরা আগামী ৬ ই ডিসেম্বর খেলতে নামতে চলেছে দশম স্থানে থাকাওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।দুই দলের এবছর এটাই শেষ টি টোয়েন্টি সিরিজ।এই মুহূর্তে দারুণ ছন্দে আছে ভারত ঘরের মাঠে এখনও অপ্রতিরোধ্য তারা।তাই স্বাভাবিক ভাবেই ক‍্যারিবিয়ান এই দলের বিরুদ্ধে তারাই ফেবারিট এই মুহূর্তে।

অন‍্যান‍্য ফর্ম‍্যাটের মতো এই মুহূর্তে সমান দাপটে রয়েছে ভারত।ধারাবাহিকতা বজায় না রাখলেও এইবছর বিরাটরা খেলেছে ১৩ টি টোয়েন্টি ম‍্যাচ,জিতেছে সাতটি,হার ছয়টিতে।

টি টোয়েন্টি ম‍্যাচে চেজ করা কালীন ভারতের জয়ের রেকর্ড দারুন।যেখানে প্রথমে ব‍্যাটিং করে বিশেষ কিছু করে উঠতে পারিনি তারা।টি টোয়েন্টি ম‍্যাচে এবছর ব‍্যাটিং প্রথম করে বিরাটরা হেরেছে চারটি ম‍্যাচে, জয় মাত্র দুটিতে।অন‍্যদিকে চেজ করাকালীন ভারতের জয়ের সংখ্যা ৫ টি , হার মাত্র ১ টিতে।

আসছে বছর বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে নামার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এবিষয়ে তার কাছে দারুণ কিছু আইডিয়া আছে, যা তিনি বিরাট এবং বাকী ম‍্যানেজমেন্টের সাথে শেয়ার করবেন শীঘ্রই।

সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ” যদি আমরা টি টোয়েন্টি ক্রিকেটে দারুণ চেজ করছি ।আমার মাথায় দারুণ কিছু আইডিয়া আছে,যা আমরা বিরাট,রবি এবং টিমের বাকী ম‍্যানেজমেন্টের সাথে শেয়ার করতে চাই।যদিও আমরা খুব বেশি টি টোয়েন্টি খেলেনি এইবছর,তবুও আমি মনে করি বিশ্বকাপের জন্যে তৈরী আমরা ” ।

প্রসঙ্গত, ২০২০ এর ১৮ ই অক্টোবর থেকে ১৫ ই নভেম্বর, অস্ট্রেলিয়াতে আয়োজিত হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ।

২০১৬ এর অক্টোবর মাস থেকে আইসিসির টেস্টের ক্রমতালিকায় ১ নম্বর স্থান ধরে রেখেছে ভারত।এবছর প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় করেছিলো বিরাটরা।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম‍্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত।এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এই দুটো বিদেশের মাঠে সিরিজে দারুন ফলাফল করবে ভারত,মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের মন্তব্য, ” আমরা গতবছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ফলাফল করেছি।আমাদের দলের ভারসাম্য দারুণ যার জন্যে আমরা ফের নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ফলাফল করতে পারি।এটাই আমাদের লক্ষ‍্য ” ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *