সবাই ধনী হয়ে জন্ম গ্রহণ করে না। কেউ কেউ নিজের ভাগ্যের জোরে জীবনে সাফল্য অর্জন করে। ভারতীয় ক্রিকেটারদেরও জীবনেও এর বিকল্প নয়। আজ আমরা আপনাদের জানাবো সেই সব ক্রিকেটার সম্পর্কে যারা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন পূরণ করতে সক্ষমও হয়েছেন। একটা প্রচলিত কথা আছে ” তুমি গরিব হয়ে জন্মেছ, এটা তোমার দোষ নয়, কিন্তু যদি তুমি গরিব হয়ে মর, তাহলে সেটা তোমার দোষ”। আর এই জন্য সবাই চায় জীবনে বড় হতে। কিছু করতে, যাতে দুনিয়া তাঁকে মনে রাখে।
এক নজরে দেখেনিন সেই সব ক্রিকেটারদের যারা আগে এবং এখন কোন বাড়িতে থাকেন ।
১. বিরাট কোহলি
আপনি এটা সহজে বিশ্বাস করতে পারবেন না যে, ভারতীয় দলের বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলি এই রকম পরিবার থেকে উঠে এসেছে, যাদের নুন আনতে পান্তা ফুরোয়। কিন্তু পরিশ্রমের ফল মিষ্টি হয় তার জলজ্যান্ত উদহারণ তিনি।