বিদেশে জন্ম নেওয়া ছয় ক্রিকেটার যারা প্রতিনিধিত্ব করেছেন ভারতের হয়ে! 1

২০১৯ সালে প্রথম বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পায় ইংল্যান্ড ক্রিকেট দল।ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের এই ঐতিহাসিক জয়ের নেতৃত্বে ছিলেন ইওন মর্গ্যান।কিন্তু জানেন কী, জন্মসূত্রে একজন আইরিশ এই ইংল্যান্ড অধিনায়ক! শুধু মর্গ্যান একা নন, বিশ্ব ক্রিকেটে এমন আরও অনেক উদাহরণ আছে, আছে এমন অনেক ক্রিকেট তারকারা, যারা জন্মেছেন এক দেশে , আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন আরেক দেশের হয়ে।তালিকায় আছে কেভিন পিটারসেন, ইমরান তাহির’এর মতো তারকারা।আমাদের দেশেও এমন ক্রিকেটারদের প্রাচুর্যতা লক্ষ‍্য করা যায়।আজ এমনই ছয় ভারতীয় ক্রিকেট তারকার কথা আলোচনা করা হলো এখানে যারা জন্মসূত্রে বিদেশি !

৬.অশোক গান্ডোত্রা ( ব্রাজিল )

বিদেশে জন্ম নেওয়া ছয় ক্রিকেটার যারা প্রতিনিধিত্ব করেছেন ভারতের হয়ে! 2

১৯৪৮ সালে নভেম্বর মাসে ব্রাজিলের রিও’ ডি জেনেইরো’তে জন্মগ্রহণ করেন অশোক গান্ডোত্রা।১৯৬৯ সালে বিজয় মার্চেন্ট যখন নির্বাচন কমিটির চেয়ারম্যান সেই সময় ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান অশোক।ইউনিভার্সিটি লেভেলে দুরন্ত পারফরম্যান্সের স্বরুপ জাতীয় দলে সুযোগ পান এই ভারতীয় বা – হাঁতি ব‍্যাটসম‍্যান।

খেলেছিলেন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো টেস্ট ম‍্যাচে।এক্ষেত্রে তার রানসংখ‍্যা ছিলো মাত্র ৫৪ ।যার জেরে পরবর্তী সময়ে তাকে বাদ পড়তে হয় জাতীয় দল থেকে।যদিও পরবর্তী সময়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছিলেন তিনি।

৫৬ টি প্রথম শ্রেণীর ম‍্যাচ খেলেছিলেন তিনি বাংলা এবং দিল্লির হয়ে, যদিও আর তার সুযোগ পাওয়া হয়ে ওঠেনি জাতীয় দলে।প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রান সংখ্যা ২১২১, আছে দুটো শতরান।

৫.লাল সিং ( মালয়েশিয়া )

বিদেশে জন্ম নেওয়া ছয় ক্রিকেটার যারা প্রতিনিধিত্ব করেছেন ভারতের হয়ে! 3

১৯০৯ সালে মালেয়শিয়া’তে জন্মগ্রহণ করেন লাল সিং।ভারতের হয়ে খেলেছিলেন একটি মাত্র টেস্ট ম‍্যাচ।যদিও তাঁর দলে সুযোগ পাওয়ার কারণটি বেশ চমকপ্রদ।শুধুমাত্র তাঁর ক‍্যাচ নেওয়ার মুন্সীয়ানা তাকে সুযোগ করে দেয় জাতীয় দলে‌।

১৯৩২ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম‍্যাচে দলে ছিলেন তিনি।যদিও ম‍্যাচে বিশেষ কিছু করে উঠতে পারেননি।দুই ইনিংস মিলিয়ে তার রানসংখ‍্যা যথাক্রমে ১৫ এবং ২৯।বল হাতেও পাননি একটিও উইকেট।

খেলেছেন ৩২ টি প্রথম শ্রেণীর ম‍্যাচ, রান করেছেন ১১২৩, আছে একটি সেন্চুরী।নন – টেস্ট প্লেয়িং দেশে জন্মনেওয়া প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেট খেলার কৃতিত্বটি তার দখলে।

৪. খোকন সেন ( বাংলাদেশ )

বিদেশে জন্ম নেওয়া ছয় ক্রিকেটার যারা প্রতিনিধিত্ব করেছেন ভারতের হয়ে! 4

বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন খোকন।স্কুল পর্যায়ের ক্রিকেটে দুরন্ত সাফলতা তাকে সুযোগ করে দেয় বাংলার ক্রিকেট দলে।তখন তাঁর বয়স মাত্র ১৭ ।এই খোকন আমাদের কাছে পরিচিত প্রবীর সেন নামে।

১৯৪৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডান – হাতি ব‍্যাটসম‍্যানের।খেলেছেন ১৪ টি টেস্ট ম‍্যাচ।একসময় ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি।একমাত্র উইকেট কিপার হিসেবে কিংবদন্তী ক্রিকেটার ডন ব্রাডম‍্যান’কে স্ট‍্যাম্প করার কৃতিত্ব তারই দখলে।

দীর্ঘ ১৫ বছরের প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ারে তিনি খেলেছেন ৮২ টি ম‍্যাচ।এক্ষেত্রে ২৩.২৪ গড়ে তিনি করেছিলেন ২৫৮০ রান।উইকেট কিপার হিসেবে আছে ৯৭ টি ক‍্যাচ এবং ৩৬ টি স্ট‍্যাম্প করার রেকর্ড।

৩.সালিম দুরানি ( আফগানিস্তান )

বিদেশে জন্ম নেওয়া ছয় ক্রিকেটার যারা প্রতিনিধিত্ব করেছেন ভারতের হয়ে! 5

১৯৬০ সালে ভারতীয় ক্রিকেটে আবির্ভাব হয় সালিম দুরানি’র ।আফগানিস্তানের কাবুলে জন্ম নেওয়া এই ক্রিকেট তারকা ব‍্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে’ও ছিলেন সমান সাবলীল।ক্রিকেট মহলে তার পরিচিতি ছিলো লম্বা ছক্কা হাঁকানোর জন্য।

ষাটের দশকে ব্রেবোন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় এই তারকা ক্রিকেটারের।খেলেছেন ২৯ টি টেস্ট ম‍্যাচ।এক্ষেত্রে তার রানসংখ‍্যা ১২০২,আছে আটটি ৫০+ স্কোর, এবং একটি শতরান।নিয়েছেন ৭৫ টি উইকেট।

দেশের হয়ে শেষবারের মতো তাকে খেলতে দেখা যায় ১৯৭৩ সালে,মুম্বাইয়ে সেবার অস্ট্রেলিয়া ছিলো প্রতিপক্ষ।ঘরের মাঠে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ক্রিকেটার।

২. পাকিস্তানের দশ ক্রিকেটার !

বিদেশে জন্ম নেওয়া ছয় ক্রিকেটার যারা প্রতিনিধিত্ব করেছেন ভারতের হয়ে! 6

নাওমাল জাওমাল, জেনি ইরানি, গোগুমাল কিষেনচাঁদ, গুলবারাই রামচাঁদ এবং পাঁনামাল পান্জাবী জন্মগ্রহণ করেছিলেন করাচীতে।একই সময় দিলাওয়ার হোসেন, গুল মহম্মদ, আব্দুল কারদার,মান সুদ এবং আমির ইলাহী জন্ম গ্রহণ করেছিলেন লাহোরে।প্রসঙ্গত , এই দশ ক্রিকেটার ভারত স্বাধীন হওয়ার পর পাকিস্তানে চলে যান।

উপরে উল্লেখিত ক্রিকেটারদের মধ্যে ভারতের হয়ে সবচেয়ে সফল ক্রিকেটার হলেন গুলবারাই রামচাঁদ।খেলেছেন ৩৩ টি টেস্ট ম‍্যাচ, ১১৮০ রান করার পাশাপাশি তিনি নিয়েছেন ৪১ টি উইকেট।

১. রবিন সিং ( ত্রিনিদাদ এবং টোব‍্যাগো )

বিদেশে জন্ম নেওয়া ছয় ক্রিকেটার যারা প্রতিনিধিত্ব করেছেন ভারতের হয়ে! 7

ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডারের প্রসঙ্গ উঠলে অবধারিত ভাবে উঠে আসে রবিন সিং’ এর নাম।বিদেশি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম‍্যাচ খেলার কৃতিত্ব রয়েছে তার দখলে।

ত্রিনিদাদ এবং টোব‍্যাগো’র প্রিন্সেস টাওনে জন্মগ্রহণ করেছিলেন এই ক্রিকেটার, খেলেছেন ১৩৬ টি ওয়ানডে এবং একটি টেস্ট ম‍্যাচ।

১৩৬ টি ওয়ানডে ম‍্যাচে তিনি করেছেন ২৩৩৬ রান।আছে একটি শতরান এবং নয়টি অর্ধ শতরানের ইনিংস।নিয়েছেন ৬৯ টি উইকেট।তার কেরিয়ারে বেস্ট বোলিং ফিগার ৫/২২।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *