টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়ছেন রোহিত-বিরাট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই তরুণ দল নিয়ে মাঠে নামবে ভারত !! 1

বিশ্ব ক্রিকেটে এখন আইপিএলের (IPL 2024) রঙে মেতে উঠেছে। তবে, প্রতিটি ক্রিকেট প্রেমীর কাছে খেলার প্রিয় ফরম্যাট হলো টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ভিন্ন ধরনের, আর সেটি যদি ভারত ও অস্ট্রালিয়া (IND vs AUS) সিরিজ জয় তাহলে তো কোনো কথাই থাকে না। ২০২৩ সালে দুই দল ভারতের মাটিতে ৪ ম্যাচের জন্য মুখোমুখি হয়েছিল যেখানে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ছিল অসাধারণ, অজি বাহিনীকে ২-১ ব্যাবধানে পরাজিত করে WTC এর ফাইনালে পৌঁছে গিয়েছিল। যদিও ফাইনালে ভারতের বিরুদ্ধে অবিশ্বাস্য একটি ম্যাচ উপহার দেয় টিম অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় সিজিনে WTC’র খেতাব নিজেদের দখলে রাখে। আবার একবার ২০২৪’এর ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে।

আরও পড়ুন | IND vs AUS: ভারতের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ হল ঘোষণা, ৫ ম্যাচের সিরিজে থাকছে ডে-নাইট টেস্টও !!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টেস্ট খেলবে ভারত

Aus vs ind, wtc final, ind vs aus
IND VS AUS | Image: Getty Images

এই সিরিজের আগেই উঠে আসলো বড় আপডেট, জানা গিয়েছে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়তে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma) বিরাট কোহলিরা (Virat Kohli)। দুই দলের মধ্যে বিগত তিনটি টেস্ট সিরিজে ভারতীয় দল জয়লাভ করেছে এবং অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে পরাস্ত করেছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে টিম ইন্ডিয়ার কাছে। প্রথম ম্যাচটি বিখ্যাত পার্থের মাঠে খেলতে চলেছে ভারতীয় দল। এরপর পিঙ্ক বল টেস্টের জন্য ভারত উড়ে যাবে অ্যাডিলেডে, দ্বিতীয় টেস্টটি পিঙ্ক বলে খেলা হবে এবং খেলাটি সকালের পরিবর্তে দিন ও রাতে খেলাটি অনুষ্ঠিত হবে।

বিরাট-রোহিতদের দেখা যাবে না অস্ট্রেলিয়া সফরে

Rohit Sharma and Virat Kohli
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

এরপর তৃতীয় টেস্টের জন্য বিখ্যাত ব্রিসবেন গাব্বাতে উড়ে যাবে টিম ইন্ডিয়া, এখানে শুভমান গিল (Shubman Gill) ঋষভ পন্থরা ইতিহাস গড়ে এসেছিলেন। এরপর চতুর্থ টেস্টটি মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ও শেষ ম্যাচটি খেলতে ভারতীয় দলকে উড়ে যেতে হবে সিডনিতে। তবে এই ম্যাচগুলির আগে ভারতীয় এ দলকে পাঠানো হবে অস্ট্রেলিয়াতে, যেখানে তারা অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট XI’এর বিরুদ্ধে দুটি প্রাকটিস ম্যাচ খেলতে চলেছে। যদিও এই ম্যাচগুলিতে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না রোহিত শর্মা বা বিরাট কোহলিদের।

আরও পড়ুন | পাকিস্তানের কোচ হচ্ছেন রবি শাস্ত্রী, পাচ্ছেন বাবর’দের টি-২০ বিশ্বকাপ জেতানোর দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *