টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের বিজয় রথ বিরাট কোহলীর নেতৃত্বে চলমান। পাল্লেকেল্লেতে শেষ টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ইনিংস ও ১৭৭ রানে হারিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করল স্বাগতিকদেরর। এ সিরিজ জয়ের ফলে ভারত টানা আটটি সিরিজে জয়লাভ করল। বিরাট কোহলী ভারতের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন টেস্ট সিরিজ হারে নি ভারত, যার শুরুটা হয়েছিল ২০১৫ সালের শ্রীলঙ্কা সফর দিয়ে। ২-১ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে বাইশ বছর পর শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারায় ভারত। এরপর ই কোহলী বাহিনী দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে ধরাশয়ী করে। ২০১৬-২০১৭ মৌসুমে ওয়েস্ট উইন্ডিজ কে ২-০ ব্যবহানে, নিউজিল্যান্ডকে ৩-০, ইংল্যান্ড কে ৪-০, বাংলাদেশ কে ১-০ এবং অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় কোহলী বাহিনী। এই সফলতার সাথে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সাথে ১৫ পয়েন্ট ব্যবধান যে কাউকে তাদের আধিপত্য সম্পর্কে ধারনা দিবে। কোহলীর নেতৃত্বে ভারত প্রায় সব বড় সিরিজ জয়ের পরও অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের মতে ভারতকে তাদের এই সফলতা প্রমাণ করতে হলে তাদের এই ধারাবাহিকতা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতেও দেখাতে হবে।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল ক্লার্ক বলেন “যদি ভারত যে কোন অবস্থায় দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কে হারাতে পারে তাহলে কোন সন্দেহ থাকবে না যে ভারত টেস্ট ক্রিকেটে এক নাম্বার দল। বর্তমানে কোহলীর নেতৃত্বে ভারতের ঘরে বাহিরে সফলতায় যে কেউ ক্লার্কের বক্তব্যের সাথে দ্বিমত পোষন করতে পারে এবং কোহলী বাহিনীও নিশ্চয় ই বিদেশের মাটিতে সফল হয়ে তাদের এক নাম্বার হওয়ার যথার্থতা প্রমাণ করতে চায়। একই সাথে ক্লার্ক এটাও বলেছেন বর্তমানে ভারতের দলটি আত্মবিশ্বাসী ও কোহলীর নেতৃত্বে সঠিক কৌশলে এগিয়ে যাচ্ছে।