Match Preview: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০১৮, প্রথম টেস্ট 1

দীর্ঘ দিন পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। তারা শেষ বারের মত নিজেদের মাটিতে টেস্ট খেলেছিল শ্রীলংকার বিপক্ষে। এরপরই দেশের বাইরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সফরের বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বিরাট কোহলির দলকে। তাই এবার ভারত অবশ্যই চাইবে নিজেদের কন্ডিশনে টেস্টে আবার আগের মত জয়ের ধারায় ফিরতে। এ ব্যাপারে কোন সন্দেহ নেই কারোরই মনে যে, নিজেদের মাটিতে ভারত সব সময় প্রতিপক্ষের জন্য ভয়ংকর প্রতিদ্বন্দ্বী।

Match Preview: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০১৮, প্রথম টেস্ট 2

এদিকে, আগামী বিদেশ সফরকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে এই সিরিজ দিয়ে খুব ভাল একটি প্রস্তুতির সুযোগ রয়েছে ভারত দলের জন্য। কারণ কিছদিন পরই ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের নিজেদের কন্ডিশনে খেলবে ভারত। তাই ওই সফরকে মাথায় রেখেই আসন্ন সিরিযে উইকেট বানাবে ভারত।

সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে বিশ্রামে থাকলেও এই টেস্ট দিয়ে আবারও মাঠে ফিরছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ভারত দলে অভিষেক হতে পারে পৃথ্বী শ এর। এছাড়া দলের নতুন পেসারদের জন্যও ভালো সুযোগ আছে একাদশে জায়গা করে নেওয়ার। বিশেষ করে পেসার মোহাম্মদ সিরাজ যিনি প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন তাঁর জন্যও। পাশাপাশি দলে শার্দূল ঠাকুরও আছেন।

Match Preview: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০১৮, প্রথম টেস্ট 3

অন্যদিকে, জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল চাইবে মাঠে নিজেদের সেরাটা দিয়ে দেশের মাটিতে ভারতের জয়রথ থামাতে।

তারিখ এবং সময়: ৪ অক্টোবর ২০১৮, ৯ টা ৩০ মিনিট।

স্থান: স্বরাষ্ট্র ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট।

ভারতের সম্ভাব্য একাদশঃ  পৃথ্বী শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, উমেশ যাদব।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশঃ ক্রেইগ ব্র্যাথওয়েট, কিরান পাওয়েল, শাই হোপ, শিমরন হ্যাটমিয়ার, রোস্টন চেস, শেন ডোরিচ (উইক), সুনিল আমব্রিস, জেসন হোল্ডার (সি), দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিয়েল, কেমো পল।

পরিসংখ্যানঃ

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৮০৯ রান করেছেন চেতেশ্বর পুজারা। তাই, ৫০০০ রান পূর্ণ করার জন্য আরও ১৯১ রানের প্রয়োজন তাঁর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় বিরাট কোহলি এখন পর্যন্ত ৫০২ রান করেছেন। মোহাম্মদ আজহারউদ্দীনের ৫৩৯ রানের রেকর্ড ছাড়িতে যেতে আরও ৩৭ রান দরকার কোহলির।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *