#TOP5: ওয়ানডে ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সেরা ৫ ব্যাটিং পারফরম্যান্স 1

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন যুদ্ধ নয় মহাযুদ্ধ। আর এই মহাযুদ্ধে অংশ নেওয়া সৈনিকেরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও বিশেষ নজর রাখেন। ভারত-পাকিস্তান ম্যাচে এখন পর্যন্ত এক ম্যাচে নজর রাখা সর্বোচ্চ দর্শক সংখ্যা প্রায় ১.৫ বিলিয়ন। যা বিশ্বের অন্যতম জনপ্রিয় এল ক্লাসিকোর দর্শক সংখ্যার দিগুণ।

এবার দেখে নেওয়া যাক ভারত-পাকিস্তান দ্বৈরথের সেরা ৫ পাঁচ ব্যাটিং পারফরম্যান্স।

 

৫. মহেন্দ্র সিং ধোনি, ২০১৩ সাল, ১১৩* রান

#TOP5: ওয়ানডে ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সেরা ৫ ব্যাটিং পারফরম্যান্স 2

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নাম ভারত পাকিস্তানের বোলিং তোপে পড়ে ২৯ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে। পরবর্তীতে ঠাণ্ডা মাথার কাপ্তান হিসেবে পরিচিত ধোনি পিচে এসে দেখেশুনে খেলে ১২৫ বলে ১১৩ ইনিংস খেললে ও রাইনার ৭৩ রানের অবদানে ২২৭ রানের লড়াকু পুঁজি পায় টিম ইন্ডিয়া।

৪. সাঈদ আনোয়ার, ১৯৯৭ সাল, ১৯৪ রান

#TOP5: ওয়ানডে ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সেরা ৫ ব্যাটিং পারফরম্যান্স 3

১৯৯৭ সালের ইন্ডিপেন্ডেন্স কাপে ভারতের মুখোমুখি হয়ে ক্রিকেট বিশ্বে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডে নিজের নাম লেখান আনোয়ার। স্যার ভিভ রিচার্ডের করা সর্বোচ্চ ১৮৯ রানের তেরো বছর ধরে টিকে থাকা রেকর্ড ভেঙে দিয়ে এদিন ১৯৪ রান করেন তিনি। তাঁর ব্যাটিংয়ের উপর ভর করে ৩২৭ রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরিতে লড়াই করে ভারতের ইনিংস থামে ২৯২ রানে।

৩. বিরাট কোহলি, ২০১২ সাল, ১৮৩ রান

#TOP5: ওয়ানডে ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সেরা ৫ ব্যাটিং পারফরম্যান্স 4

২০১২ সালে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৩২৯ রানের বিশাল স্কোর গড়লে জবাবে ব্যাট করতে নামা ভারতের ব্যাটসম্যানরা প্রথম দিকে খেই হারালেও সেই চাপ সামলে ২টি ছক্কা ও ২২টি চারের সাহায্যে ১৪৮ বলে ১৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন এই এশিয়া কাপে বিশ্রামে থাকা কোহলি। মূলত তাঁর ব্যাটে চরেই এদিন জয়ের বন্দরে নোঙর করে ভারত।

২. শচীন তেন্ডুলকর, ২০০৩ সাল, ৯৮ রান

#TOP5: ওয়ানডে ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সেরা ৫ ব্যাটিং পারফরম্যান্স 5

২০০৩ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে পাকিস্তান। যার মধ্যে ১০১ রান করে অবদান রাখেন সাঈদ আনোয়ার। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করা টিম ইন্ডিয়া শচীনের ৭৫ বলে ৯৮ রানের ইনিংসে ভর করে ২৬ বল বাকি থাকতেই জয় পায়। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের শক্ত বোলিং লাইনআপের সামনে চোখধাঁধানো ব্যাটিং করেন লিটল মাস্টার।

১. ফখর জামান, ২০১৭ সাল, ১১৭ রান

#TOP5: ওয়ানডে ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সেরা ৫ ব্যাটিং পারফরম্যান্স 6

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর আসরে সর্বনিন্ম স্থানে থেকে আসরে খেলার সুযোগ পাওয়া পাকিস্তান অসাধারণ টিম ওয়ার্কের মাধ্যমে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তখনও সবে মাত্র পা দেয়া ফখর জামান ভারতের বিপক্ষে ১০৬ বলে ১১৭ রান করেন যার মধ্যে ছিল বারোটি চার ও দুইটি ছয়ের মার। তাঁর ব্যাটে চড়ে ও অন্য ব্যাটসম্যানদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে ৩৩৮ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। অলয়আউট হয়ে যায় মাত্র ১৫৮ রানে।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *