ফের অভিযোগ উঠলো ভারতের বিপক্ষে, এবারের অভিযোগকারী স্বয়ং পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদের। তার বক্তব্য কিছু শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাকিস্তানে না খেলতে আসার জন্য উস্কানি দেওয়া হচ্ছে ভারতের তরফে। যদিও এই দাবী নস্যাৎ করা হয়েছে শ্রীলঙ্কার তরফে।তাদের ক্রীড়া মন্ত্রী পাকিস্তানের এমন দাবীকে নস্যাৎ করেছেন।জানিয়েছেন একদশক আগে পাক ভুখন্ডে তাদের দেশের ক্রিকেটারদের উপর হামলা এই ঘটনার পিছনের অন্যতম কারণ। অর্থাৎ পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরীর দাবি কে ভিত্তিহীন বলেছেন ফারিদ।প্রসঙ্গত, ২০০৯ সালে মার্চ মাসে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলা চালায় আতঙ্কবাদীরা।এরপর থেকে কোনও দেশই সেদেশে ক্রিকেট খেলতে যায়না।
ইতিমধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে লাসিথ মালিঙ্গা, এ্যন্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরার মতো ক্রিকেটারেরা এই সিরিজ থেকে সরিয়ে দাড়িয়েছে।এছাড়া আরও বেশ কিছু ক্রিকেটার যেমন ডিক ওয়ালা, কুশল পেরেরা,ধনন্জয়, লাকমল এর মতো ক্রিকেটাররা। চৌধুরীর এমন অভিযোগ তোলার পর ফার্নান্দো টুইট করেন, ভারতের প্ররোচনায় শ্রীলঙ্কার ক্রিকেটারেরা পাকিস্তানে খেলতে যাচ্ছে না এই অভিযোগ একেবারে মিথ্যে নয়।২০০৯ সালের ঘটনার কথা মাথায় রেখে অনেকেই চাইছেন না এবারে খেলতে যেতে।আমরা অনিচ্ছুকদের সিদ্ধান্তকে সন্মান জানিয়ে ইচ্ছুকদের ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছি।আমরা পুর্নশক্তির দল নিয়েই মাঠে নামতে চলেছি পাকিস্তানের বিপক্ষে।এবং তাদের হারানোর বিষয়েও আশাবাদী আমি।
আগামী ২৭ শে সেপটেম্বর থেকে ৯ ই অক্টোবর অবধি পাকিস্তানের মাটিতে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি একদিবসীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর টেস্টে সিরিজে এই দুই দেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার মাটিতে।যা টেস্ট চ্যাম্পিয়ানশিপের অন্তর্গত। আতঙ্কবাদীদের হামলার পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়না কোনও দেশ।যদিও ২০১৭ সালে লাহোরে একটি টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ।