প্রকাশিত হল ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি, দিন রাতের টেস্ট হবে ভারতের এই বিশেষ স্টেডিয়ামে 1

আগামী বছরের শুরুতেই হওয়ার কথা ছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার ক্রিকেট সিরিজ। এই সিরিজের মাধ্যমে আবারও ভারতে আন্তর্জাতিক ক্রিকেটের আগমণ হবে। গত মার্চ মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজ বাতিল হয়ে যাওয়ার পর থেকে এই দেশে কোনও আন্তর্জাতিক খেলা হয়নি। আর এবার আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার ক্রিকেটীয় লড়াই।

ICC World Cup 2019: India vs England - Team India Report Card: How did  Virat Kohli & Co fare? - cricket - Hindustan Times

এবার এই সিরিজের সূচি ও দিনক্ষণ প্রকাশ করল বিসিসিআই। চার ম্যাচের টেস্ট সিরিজে থাকবে দিন রাতের টেস্ট ম্যাচ, সে বিষয়ে আগেই নিশ্চয়তা দিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কিন্তু কোথায় হবে এই টেস্ট ম্যাচ, সে নিয়ে এবার জবাব দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। মোতেরার নয়া ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করতে এসে জয় শাহ বলেছেন, আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি মোতেরার নয়া স্টেডিয়ামে হবে দিন রাতের টেস্ট ম্যাচ। দেড় লক্ষ আসনবিশিষ্ট এই নয়া স্টেডিয়ামে এই বিশেষ টেস্ট ম্যাচের মাধ্যমে উদ্বোধন হবে।

Motera Stadium: 10 things to know about 'Namaste Trump' venue | India News  - Times of India

আগামী বছরের ২৭ জানুয়ারি ভারতে পৌঁছবে ইংল্যান্ডের ক্রিকেটাররা। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম দুটি টেস্ট হবে চেন্নাইয়ে, এরপর বাকি দুটি টেস্ট হবে মোতেরায়, যার মধ্যে থাকবে দিন রাতের টেস্ট ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের টি২০ সিরিজ হবে। আসন্ন টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই দীর্ঘ টি২০ সিরিজের আয়োজন করা হয়েছে। সেই ম্যাচগুলিও খেলা হবে মোতেরায়। আর সব শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হবে পুনেতে।

England tour of India for ODIs and T20s in September set to be postponed |  Business Standard News

এক নজরে দেখে নেওয়া যাক ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি –

৫ ফেব্রুয়ারি – প্রথম টেস্ট (চেন্নাই)

১৩ ফেব্রুয়ারি – দ্বিতীয় টেস্ট (চেন্নাই)

২৪ ফেব্রুয়ারি – তৃতীয় টেস্ট (দিন-রাত) (মোতেরা)

৪ মার্চ – চতুর্থ টেস্ট (মোতেরা)

প্রকাশিত হল ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি, দিন রাতের টেস্ট হবে ভারতের এই বিশেষ স্টেডিয়ামে 2

এক নজরে দেখে নেওয়া যাক ভারত ও ইংল্যান্ডের টি২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি –

১২ মার্চ – প্রথম টি২০ (মোতেরা)

১৪ মার্চ – দ্বিতীয় টি২০ (মোতেরা)

১৬ মার্চ – তৃতীয় টি২০ (মোতেরা)

১৮ মার্চ – চতুর্থ টি২০ (মোতেরা)

২০ মার্চ – পঞ্চম টি২০ (মোতেরা)

প্রকাশিত হল ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি, দিন রাতের টেস্ট হবে ভারতের এই বিশেষ স্টেডিয়ামে 3

এক নজরে দেখে নেওয়া যাক ভারত ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি –

২৩ মার্চ – প্রথম ওয়ানডে (পুনে)

২৬ মার্চ – দ্বিতীয় ওয়ানডে (পুনে)

২৮ মার্চ – তৃতীয় ওয়ানডে (পুনে)

প্রকাশিত হল ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি, দিন রাতের টেস্ট হবে ভারতের এই বিশেষ স্টেডিয়ামে 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *