ভারতীয় দলের বিস্ফোরক ওপেনার ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা এই মুহুর্তে ইংল্যান্ডে চলা সুপার লীগ খেলছেন। তিনি কিয়া সুপার লীগে দুর্দান্ত হাফসেঞ্চুরি করে খবরের শিরোনামে এসে গিয়েছেন। প্রসঙ্গত গত রবিবার স্মৃতি মান্ধানা নিজে নিজের দল ওয়েস্টার্ন স্ট্রমের হয়ে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন আর আর নিজের দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন।
সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরি রেকর্ডের সমান সমান
আপনাদের এটাও জানিয়ে দিই, মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে স্মৃতি মান্ধানা সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরি করার রেকর্ডের সমান সমান করে ফেলেছেন। তার আগে নিউজ্যল্যান্ডের সোফিয়া ডেভিনও মহিলা টি২০ ক্রিকেটে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। স্মৃতি মান্ধানা নিজে পুরো ইনিংসে ১৯ বল খেলেন এবং ৫২ রান করে অপরাজিত থাকেন। তিনি এই ইনিংসে পাঁচটি চারেবং ৪টি ছয় মেরেছেন।
দুর্দান্ত থেকেছে এখনও পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ার
স্মৃতি মান্ধানা এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন। তিনি ভারতীয় দলের হয়ে ২টি টেস্ট ৪১ টি ওয়ানডে এবং ৪১টি টি২০ ম্যাচ খেলেছেন। ২টি টেস্টে তিনি ২৭ অ্যাভারেজে ৮১ রান করেছেন। অন্যদিকে ৪১টি ওয়ানডে ম্যাচে স্মৃতি ৩৭.৫৩ গড়ে ১৪৬৪ রান করেছেন এবং ৪২টি টি২০ ম্যাচে ২৩.১৬ গড়ে এবং ১১৩.০৬ স্ট্রাইক রেটে ৮৫৭ রান করেছেন।
সৌন্দর্যের ব্যাপারে বলিউড অভিনেত্রীদের চেয়ে কম নন মান্ধানা
আপনাদের জানিয়ে রাখি সৌন্দর্য্যের ব্যাপারে স্মৃতি মান্ধানা কোনও বলিউড অভিনেত্রীর থেকে কম কিছু নন। স্মৃতি যথেষ্ট সুন্দরী এবং নিজের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে সবসময়ই শিরোনামে থাকেন। সেই সঙ্গে নিজের সৌন্দর্য্য নিয়েও বারে বারে খবরের শিরোনামে আসেন তিনি।
এখানে দেখে নিন মান্ধানার সুন্দর ছবি