জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত, দেখে নিন সময়-সুচী 1

চলতি বছরের জুন-জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে চলেছে ভারত। জুনে ইংল্যান্ডে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আগামী ২৬ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত একদিনের সিরিজ এবং ৯ জুলাই এক ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রওনা হবে টিম ইন্ডিয়া। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আয়োজিত হবে আগামী ১৮ জুন। গতবারের মতো নজরকাড়া পারফরম্যান্স করে এবারেও ধোনি-কোহলিরা যদি প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে যান, তাহলে তার ঠিক ছ’দিন পর সদলবলে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওই সিরিজ খেলতে হবে তাঁদেরকে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে না টিম ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে ঠিক সেই সময় তারা আফগানিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলার সুযোগ পাবে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচটি আগামী ২৩ জুন পোর্ট অফ স্পেনে খেলা হবে। দ্বিতীয় ম্যাচটি ২৫ জুন সেই একই ভেনু্তে। তৃতীয় একদিনের ম্যাচটি ৩০ জুন এবং চতুর্থ ম্যাচটি ২ জুলাই স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আয়োজিত হবে। সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডে ম্যাচটি ৬ জুলাই কিংস্টোনে খেলা হবে। এছাড়া সিরিজের একমাত্র টি-২০ ম্যাচটি ৯ জুলাই সেই কিংস্টোনে আয়োজিত হবে।

ভারত শেষবার ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ২০১৪-১৫ সালে। ওই সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছিল। এই দুই দল এর আগে শেষবার ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়েছিল। যেখানে ধোনির ভারত প্রত্যাশিত জয় তুলে নিয়েছিল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারত শেষ একদিনের সিরিজ খেলেছিল ২০১১ সালে। সেখানে ৩-২ ব্যাবধানে জিতে ছিল টিম ইন্ডিয়া। ২০১৩ সালে একটি ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত জয় পেয়েছিল। তৃতীয় দল হিসেবে ছিল শ্রীলঙ্কা। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অবশ্য ভারতকে উড়িয়ে দিয়েছিলেন ড্যারেন স্যামিরা। এছাড়া গত বছরের আগস্টে ২ ম্যাচের টি-২০ সিরিজেও ১-০ ব্যবধানে জয় পেয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। তার আগে অবশ্য ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল। সেখানে কিন্তু ২-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া।

 

সিরিজের সময় সূচী

প্রথম ওয়ানডে- পোর্ট অফ স্পেন, ২৩ জুন

দ্বিতীয় ওয়ানডে- পোর্ট অফ স্পেন, ২৫ জুন

তৃতীয় ওয়ানডে- স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম, ৩০ জুন

চতুর্থ ওয়ানডে- স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম, ২ জুলাই

পঞ্চম ওয়ানডে- কিংস্টোন, ৬ জুলাই

প্রথম টি-২০- কিংস্টোন, ৯ জুলাই

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *