IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে 1

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অভিজ্ঞ বিরাট কোহলি, লোকাল বয় জাদেজা এবং অভিষিক্ত পৃথ্বী শ’র সেঞ্চুরিতে ভর করে ৬৪৯ রানের বিশাল পুঁজি পায়। জবাবে ব্যাট করতে নেমে দুই ইনিংসেও এই রান করতে না পারলে ২৭২ রান ও ইনিংস ব্যবধানে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ।

এবার দেখে নেওয়া যাক ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য যে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ভারত।

১. লোকেশ রাহুলের জায়গায় ময়ঙ্ক আগরওয়াল

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে 2
Getty Images

অনেক ক্রিকেটভক্ত হয়তো ধরেই নিয়েছিলেন রাজকোট টেস্টে অভিষেক হতে পারে ময়ঙ্ক আগরওয়ালের। তবে তা না হলেও আরেক আঠারো বছর বয়সী পৃথ্বী শ’র অভিষেক হয় ঠিকই।

এদিকে অভিষেকে সেঞ্চুরি হাঁকানো পৃথ্বীর সাথে ওপেনিং পার্টনার হিসেবে দেখা গিয়েছে লোকেশ রাহুলকে। ইংল্যান্ড সফরে একটি টেস্টে সেঞ্চুরি হাঁকালেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৪ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন রাহুল। তাছাড়া তাঁর এলবিডব্লিউ এর সময় মাঠে থাকা আম্পায়ার আউট ঘোষণা করলে রিভিউ নেন তিনি। যার ফলে রিভিউ ব্যর্থ হলে প্রথম দিকেই রিভিউ নষ্ট হয় ভারতের। এসব বিবেচনায় রাখা হলে হায়দ্রাবাদ টেস্টে সাইড বেঞ্চেই দেখা যেতে পারে রাহুলকে। তাঁর পরিবর্তে একাদশে আসতে পারেন ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা ময়ঙ্ক আগরওয়াল।

২. উমেশ যাদবের বদলে মহম্মদ সিরাজ

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে 3
Getty Images

প্রথম টেস্টে দুই ইনিংসে বল করে মাত্র একটি উইকেট পাওয়া উমেশ যাদব নতুন বলে দ্রুত উইকেট নেওয়ার যে সুবিধা রয়েছে তা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে পিচ স্পিন সাহায়ক হলে খুব বেশি ওভার বল হাতে নিতে পারেননি যাদব।

বিপরীত দিক থেকে বিবেচনা করা হলে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা সর্বশেষ ৫ ম্যাচে ৪০ উইকেট পাওয়া সিরাজ প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ২০টি ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ৯৭টি উইকেট। তাঁর সেরা বোলিং ফিগার ৫৯/৮। ঘরোয়া কন্ডিশনে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হলে নিজেকে প্রমাণ করার সুযোগ হয়তো থাকছে এই পেসারের।

৩. অজিঙ্ক রাহানের বদলে হনুমা বিহারী

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে 4
Getty Images

 

রাজকোট টেস্টে ভারতের হয়ে ৫ জন ব্যাটসম্যান অর্ধশতক হাঁকাতে ব্যর্থ হন। যার মধ্যে একজন হচ্ছেন রাহানে। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কাছে আরও বেশি কিছু প্রত্যাশা করেছিল টিম ইন্ডিয়া। তবে তাঁর ইনিংস ব্যক্তিগত ৪১ রানে থেমে গেলে প্রত্যাশা পূরণে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয়।

অন্যদিকে ইংল্যান্ড সিরিজে অভিষেক হওয়া হনুমা বিহারী তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্টেই ৫৬ রান করে ভাল কিছুর ইঙ্গিত দিয়ে রাখেন। তাছাড়া রঞ্জি ট্রফিতে গত আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক বিহারী জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছেন তা বলাই যায়।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *