IND vs SA: শামি'র পেসে বিভ্রান্ত বাভুমা, কার্তিক'কে ক্যাচ দিয়ে সাজঘরে প্রোটিয়া অধিনায়ক, দেখুন ভিডিও !! 1
MELBOURNE, AUSTRALIA - OCTOBER 23: Mohammed Shami of India celebrates after dismissing Iftikhar Ahmed during the ICC Men's T20 World Cup match between India and Pakistan at Melbourne Cricket Ground on October 23, 2022 in Melbourne, Australia. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

IND vs SA: অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। গ্রুপ-২ তে রয়েছে ভারত। মূলপর্বের প্রথম খেলায় রোমহর্ষক এক ম্যাচে মেলবোর্নের এম সি জি’তে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান’কে ৪ উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৬ রানে সহজ জয় তুলে নিয়েছে রোহিত-বাহিনী। দুই ম্যাচে পুরো ৪ পয়েন্ট পেয়ে স্বভাবতই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ‘টিম ইন্ডিয়া।’ আর একটা জয় পেলেই সেমিফাইনালের টিকিট প্রায় কনফার্ম । টানা ৩ ম্যাচে জয় ও ভারতীয় দলের মাঝে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। পার্থে আজ প্রোটিয়া’দের মুখোমুখি ‘মেন ইন ব্লু।’ দক্ষিণ আফ্রিকা’ও রয়েছে দারুন ফর্মে। বৃষ্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় জেতা ম্যাচ ফস্কেছে হাত থেকে কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ’কে রাইলি রুশো’র ১০৯ আর এনরিক নর্কিয়া’র ১০ রানে ৩ উইকেটের বিধ্বংসী বোলিং-এ ভর করে একরকম উড়িয়ে দিয়েছে তারা। তাই আজকের ম্যাচ প্রকৃত অর্থেই ‘ক্ল্যাশ অফ দ্য টাইটান্স।’  গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখতে হলে আজকের ম্যাচে জয় খুব জরুরী ভারতের। ব্যাট হাতে দিন’টা বিশেষ ভালো না গেলেও বল হাতে দারুণ শুরু করে লড়ছে ‘মেন ইন ব্লু।’

সামি ফেরালেন বাভুমা’কে-

IND vs SA: শামি'র পেসে বিভ্রান্ত বাভুমা, কার্তিক'কে ক্যাচ দিয়ে সাজঘরে প্রোটিয়া অধিনায়ক, দেখুন ভিডিও !! 2

ক্যুইন্টন ডি কক আর রাইলি রুশো’কে তুলে নিয়ে যুদ্ধ ঘোষণা করেই দিয়েছিলো ভারতীয় দল। আগুনে বোলিং-এ তিন নম্বর উইকেট নিয়ে তাতে ঘৃতাহূতি দিলেন মহম্মদ শামি। প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা’র ফর্ম ইদানীং একদমই ভালো যাচ্ছে না। আজ দরকার ছিলো একটা বড় ইনিংস,কিন্তু ব্যর্থ হলেন আজও।ব্যাট হাতে নড়াচড়ায় একদম স্বাভাবিক ছিলেন না বাভুমা। তাও একটা ছক্কা মারেন। ইনিংস শেষ হলো শামি’র ওভারে।  উইকেট থেকে সরে গিয়ে ল্যাপ মারতে গেছিলেন বাভুমা। বলের লাইন ফস্কে ব্যাটের কানায় লাগিয়ে বসেন প্রোটিয়া অধিনায়ক। উইকেটের পেছনে ক্যাচ ধরতে কোনো ভুল করেন নি দীনেশ কার্তিক। দ্রুত ৩ উইকেট তুলে ভারত ফিরে এসছে ম্যাচে। দেখুন উইকেটের ভিডিও’টি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *