IND vs SA: একজন ক্রিকেটার সর্বদাই প্রচেষ্টা করে তারা যেন নিজেদের দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিটা ম্যাচে সুযোগ পেতে পারেন। আন্তর্জাতিক মঞ্চে খেলার জন্য প্রতিটা ক্রিকেটারকে যেমন কঠোর অনুশীলন এবং নিয়মকানুন মেনে চলতে হয় ঠিক তেমনি তাদেরকে মানসিক প্রস্তুতি নিয়ে চলতে হয়। কিন্তু ক্রিকেট ইতিহাসে আমরা এমন ঘটনা বহুবার দেখেছি যেখানে একজন ক্রিকেটার হয় চোটের কারণে ক্রিকেট কেরিয়ার শেষ করে ফেলেছেন অথবা দলে পর্যাপ্ত সুযোগ না পেয়ে ক্রিকেট ছেড়ে অন্যকোনো পেশাকে বেছে নিয়েছেন।
এই বছর অক্টোবর মাস থেকেই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে t20 বিশ্বকাপের আসর। এই বিশ্বেকাপের আগেই সদ্য সমাপ্ত হয়েছে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এই বছর এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসের সব থেকে ছোট ফরম্যাটেই খেলা হয়েছে বলে আমরা জানি। ভারতীয় দল এই বছর এশিয়া কাপের মঞ্চে শুরুটা ভালো করলেও পরবর্তীতে সুপার ফোর রাউন্ডে পরস্পর দুটি ম্যাচ হেরে এশিয়া কাপের মঞ্চ থেকে ছিটকে গেছিলো। এশিয়া কাপের পরেই ভারতীয় দল বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে t20 সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে।
ছোট ফরম্যাটের এই সিরিজ শেষের হবার পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি ম্যাচের একদিবসীয় সিরিজে খেলবে ভারতীয় দল। কিন্তু এই একদিবসীয় সিরিজে ভারতীয় দলের বর্তমান অনেকজন জন তারকা ক্রিকেটার খেলবেননা কারণ তারা বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া উড়ে যাবেন। তাই বাকি ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছেন ভারতীয় নির্বাচক মন্ডলী। কিন্তু এই সিরিজে বেশ কিছু ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত থাকলেও তারা পাননি বলেই মনে করা যাচ্ছে। আমরা এখানে এমন ৩জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যাদের এই সিরিজে সুযোগ পাওয়া উচিত ছিল বলে মনে করা যাচ্ছে।
পৃথ্বী ষ
তরুণ প্রতিভাবান ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী ষ যিনি খুব কম বয়সে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ডানহাতি এই ব্যাটসম্যান আন্তর্জাতিক মঞ্চে নিজের অসাধারণ ব্যাটিং প্রতিভার দ্বারা সমগ্র ক্রিকেট বিশ্বের ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছেন। চোট পেয়ে দল থেকে ছিটকে যাবার পরেও তিনি আইপিএল এর মঞ্চে অসাধারণ পারফর্মেন্স করে পুনরায় জাতীয় দলে সুযোগ পাবার জন্য অপেক্ষায় বসে আছেন। এই মনে করা যাচ্ছিলো আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিবসীয় সিরিজে তাকে দলে সুযোগ দেওয়া যেতেই পারতো।