IND vs PAK: ৩ জন ভারতীয় ব্যাটসম্যান যারা পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে বেশি রান করেছেন !! 1

IND vs PAK: আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত এশিয়া কাপ। এই কাপের চাহিদা এতটা বেড়ে যাবার পেছনে কারণ হলো গতবারের এশিয়া কাপ করোনা মহামারীর কারণে ভেস্তে যাবার জন্য। এছাড়াও এশিয়া কাপের কদর এই বছর আরো বেশি তার কারণ হলো দীর্ঘ্য সময় পরে আবার ক্রিকেটীয় ফ্যানরা ক্রিকেট ইতিহাসের চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল ভারত এবং পাকিস্তানের ডার্বি ম্যাচ দেখতে চলেছে। বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি এই বছরেই শুরু হতে চলা t20 বিশ্বকাপের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ সব থেকে ছোট এই ফরম্যাটেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বছর এশিয়া কাপের আসর প্রথমে শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও পরবর্তীতে সেই দেশের রাজনৈতিক অবস্থা এবং আবহাওয়ার কথা মাথায় রেখে দুবাইয়ের মাটিতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।IND vs PAK: ৩ জন ভারতীয় ব্যাটসম্যান যারা পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে বেশি রান করেছেন !! 2

ভারত এবং পাকিস্তান বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দলের গুলির মধ্যে অন্যতম হিসাবেই পরিচিত। এই দুই থেকে ক্রিকেট ইতিহাসে এমন কিছু ক্রিকেটার উঠে এসেছে যারা নিজেদের ক্রিকেটীয় পারফর্মেন্স দেখিয়ে ক্রিকেট বিশ্বকে শাসন করেছেন। ক্রিকেট ইতিহাসের চির প্রতিদ্বন্দ্বী এই দুই দল দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের পর দীর্ঘ্য সময় পর আবার ক্রিকেট মাঠে একে ওপরের মুখোমুখি হতে চলে ২৮আগস্ট এশিয়া কাপের মঞ্চে। এই দুই দল একে ওপরের বিরুদ্ধে মোট ৯টি t20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছে যার মধ্যে ভারত ৭বারের বিজয়ী এবং পাকিস্তান ২বারের বিজয়ী দল হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। আমরা এখানে এমন ৩জন বর্তমান ভারতীয় ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা করবো যারা পাকিস্তানের বিরুদ্ধে সব থেকে বেশি রান করতে সক্ষম হয়েছেন।

ঋষভ পান্থ

IND vs PAK: ৩ জন ভারতীয় ব্যাটসম্যান যারা পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে বেশি রান করেছেন !! 3
Rishabh Pant | Image: Twitter

তরুণ ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান যিনি বর্তমানে ভারতীয় দলের হয়ে ৩টি ফরম্যাটেই সমানভাবে তার পারফর্মেন্স দেখিয়ে চলেছেন। ধোনি পরবর্তী যুগে ঋষভ পান্থ ভারতীয় দলের উইকেটকিপিংয়ের ভূমিকা যেমন সামলাচ্ছেন ঠিক তেমনি তার পাশাপাশি ব্যাট হাতেও নির্ভরযোগ্য ফিনিশারের ভূমিকা পালন করে চলেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান তার অসাধারণ পাওয়ার হিটিং ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে প্রসিদ্ধ হয়ে উঠেছেন। পান্থ ২০২১ এর t20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯রানের এক অসাধারন ইনিংস উপহার দিয়েছিলেন যার ফলে ভারতীয় দল সেই ম্যাচে পাকিস্তান দলকে হেলায় হারিয়ে দিয়েছিলো। এছাড়াও পান্থ এখনো অব্ধি পাকিস্তানের বিরুদ্ধে একটিমাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *