পাকিস্তা ক্রিকেটের অলিতে গলিতে বিতর্কের এন্ট্রি যে কোনো সময়ই হতে পারে। পাকিস্তান ক্রিকেটে সবসময়ই বিতর্কের সঙ্গে এমন গভীর সম্পর্ক থেকেছে যে এটা কোনো সময়ই তাদের সঙ্গ ছাড়ে না। একের পর এক বেশ কিছু বিতর্কের মুখোমুখি হওয়া ক্রিকেট দলে আরো একজন খেলোয়াড় নতুন বিতর্ক তৈরি করে দিয়েছেন।
পাকিস্তানের তরুণ ওপেনিং ব্যাটসম্যান ইমাম উল হক জড়ালেন বিতর্কে
পাকিস্তানের ক্রিকেট দলের তরুণ প্রতিভাবান ওপেনিং ব্যাটসম্যান ইমাম উল হক এবার বিতর্কের ঘেরাটোপে এসেছে যার উপর বড়ো আর গুরুতর অভিযোগ উঠেছে।
ইংল্যান্ড আর ওয়েলস ক্রিকেট বোর্ডের আতিথেয়তায় সম্প্রতি শেষ হওয়া আইসিসি বিশ্বকাপ ২০১৯ এ পাকিস্তান দলের অংশ থাকা ইমাম উল হকের কিছু মেয়েদের সঙ্গে করা হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের খোলসা হয়েছে।
মেয়েদের সঙ্গে চ্যাটিং করার বড়ো খোলসা, ৩জন মেয়ের সঙ্গে চ্যাটিংয়ের স্ক্রীনশট মজুত
ইমাম উল হককে নিয়ে এই খোলসা একজন টুইটার ইউজার করেছেন, যেখানে ওই ইউজার ইমাম উল হকের কিছু মেয়েদের সঙ্গে করা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রীন শট ভাইরাল করেছেন।
পাকিস্তানের ২৩ বছরের উদীয়মান ওপেনিং ব্যাটসম্যান ইমাম উল হককে নিয়ে করা এই খোলসা তার জন্য বড়ো সমস্যা তৈরি করতে পারে। এই ইউজার দাবী করেছেন যে ইমাম উল হক মেয়েদের সঙ্গে গত ৬ মাস ধরে চ্যাটিং করছেন।
চতুর্থ মেয়েও শামিল কিন্তু স্ক্রীনশট হয়নি উপলব্ধ
ভাইরাল চ্যাটিংয়ের স্ক্রীনশট থেকে পরিস্কার জানতে পারা যায় যে ইমাম উল হকের একটি নয় বরং তিনজন মেয়ের সঙ্গে চ্যাটিং করার কথা সামনে আসছে। শুধু তাই নয় এই ইউজার দাবী করেছেন যে চতুর্থ আরেকটি মেয়ের সঙ্গেও চ্যাটিং হয়েছে কিন্তু তার সঙ্গে বলা কথার স্ক্রীনশট পাওয়া যায়নি।
সবচেয়ে লজ্জাজনক কথা তো এটাই যে ইমাম উল হককে মেয়েদের সঙ্গে সম্পর্ক ভাঙার আর বাচ্চার মত কিছু কথা বলতেও পাওয়া গিয়েছে। যেখানে এই তিনজন মেয়ের সঙ্গে ইমাম উল হক নিজের সম্পর্ক ভাঙার চেষ্টা করার মত কথা বলছেন অন্যদিকে এই তিনজন মেয়েও এই টুইটার ইউজারকে ইমাম দ্বারা ধোকা দেওয়ার কারণে তাকে নিজেদের চ্যাটিংয়ের স্ক্রীনশট উপলব্ধ করিয়েছেন। এই বড়ো খোলসার পর পাকিস্তান ক্রিকেট দলের হয়ে গত কিছু সময় ধরে একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হয়ে ওঠা ইমাম উল হকের উপর পাকিস্তান ক্রিকেট বোর্ড কি অ্যাকশন নেয় সেটা দেখা ইন্টারেস্টিং হবে।
দেখুন স্ক্রীন শটস