“বিশ্বকাপ ক্রিকেট” শুনেই মনটা আনন্দে ভরে গেল তাই না। কারণটা নিশ্চয় বলে দিতে হবে না। আর মাত্র কয়েকদিন বাদেই ৩০ মে ইংল্যান্ডের মাটিতে হতে চলেছে এবারের বিশ্বকাপের মেলা। যেখানে যোগ দেবেন নির্বাচিত দশটি টীম। আইসিসির ঘোষণা অনুযায়ী আগামী ২৩শে মে’র মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণকরি দেশ গুলিকে নিজেদের স্কোয়াড ঘোষণা করতে হবে। আর সেই নিয়ম মেনে নিউজিল্যান্ড তার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। অন্যদিকে আগামী ২০শে এপ্রিল ভারতীয় ক্রিকেট বোর্ড তার স্কোয়াড ঘোষণা করবেন বলে সূত্রের খবর। যেহেতু আমরা ক্রিকেটের ফ্যান, তাই আমরা মনে মনে নিজেদের টীম বাছাই করে নি। যদি আমার ভুল না হয় তাহলে যুবরাজ যদি আইপিএলে ভালো পারফমেন্স করতে পারে, তাহলে বিশ্বকাপে দলে জায়গা পেতে পারেন। অন্যদিকে “ক্যাপ্টেন কুল” ধোনির হয়তো এটা শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের পর অবসর ঘোষণা করতে পারেন।
#এখানে দেখে নিন সেই দশটি দেশের সম্ভাব্য স্কোয়াড
১. ভারতীয় ক্রিকেট টীমবিরাট কোহলি(ক্যাপ্টেন), রোহিত শর্মা(উপ-ক্যাপ্টেন), শিখর ধবন, মহেন্দ্র সিং ধোনি(উইকেট-কিপার), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা, অম্বাতি রায়াডু, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা।
২. শ্রীলঙ্কান ক্রিকেট টীমদিমুথ করুনারত্নে(ক্যাপ্টেন), লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নিরোশন ডিকওলা(উইকেট-কিপার), দানুশকা গুনাথিলকা, ধনঞ্জয় দিসিলভা, ওশহাদা ফার্নান্দো, জেফ্রি ভান্ডারস, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লকমল, কাসুন রাজীথা, কামিন্দু মেন্ডিস, দাশুন শনাকা, অ্যাঞ্জেলো পেরেরা, উপল থরঙ্গা, বিশ্ব ফার্নান্দো।
৩. বাংলাদেশ ক্রিকেট টীম মাশরাফি বিন মোর্তাজা(ক্যাপ্টেন),তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(উইকেট-কিপার), মহম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মহম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
৪. পাকিস্তান ক্রিকেট টীম সরফরাজ আহমেদ(ক্যাপ্টেন-উইকেট-কিপার), ফখর জামান, ইমাম উল হক, আবিদ আলি, বাবর আজম, হ্যারিস সোহেল, শোয়েব মালিক,মহম্মদ হাফিজ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, মহম্মদ হাসনাইন, হাসান আলি,মহম্মদ রিজওয়ান,মহম্মদ হাফিজ।
৫. আফগানিস্তান ক্রিকেট টীম আসগর আফগান(ক্যাপ্টেন), মোহাম্মদ শাহজাদ(উইকেট-কিপার), হযরতউল্লাহ জাজাই, ইকরাম আলি খিল, হাসমতউল্লাহ শহীদি, গুলবাদিন নাইব, দাওলাত জাদরান, শাপুর জাদরান, আফতাব আলম, রশিদ খান, মুজিব উর রহমান।
৬. অস্ট্রেলিয়ান ক্রিকেট টীম অ্যারন ফিঞ্চ(ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি(উইকেট-কিপার), প্যাট কামিন্স, নাথান কুল্টার নিল, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, নাথান লিঁয়, ঝাই রিচার্ডসন, জেসন বেরেনডর্ফ।
৭. ইংল্যান্ড ক্রিকেট টীম ইয়ন মরগান(ক্যাপ্টেন), জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট,বেন স্টোকস, জস বাটলার(উইকেট-কিপার), মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, অ্যালেক্স হেলস, জোফরা আর্চার, লিয়াম ডসন, স্যাম বিলিংস।
৮. নিউজিল্যান্ড ক্রিকেট টীমকেন উইলিয়ামসন(ক্যাপ্টেন), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেলর, টম লাথাম(উইকেট-কিপার), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
৯. দক্ষিণ আফ্রিকান ক্রিকেট টীমফাফ ডু প্লেসি(ক্যাপ্টেন), কুইন্টন ডি কক(উইকেট-কিপার), হাশিম আমলা, এইডেন মার্করাম, ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিলে ফেলকওয়ায়ো, ডেল স্টেইন, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিদি, অ্যানরিচ নোরতে, ইমরান তাহির, তাবরাইজ শামসি।
১০. ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টীমজেসন হোল্ডার(ক্যাপ্টেন), ক্রিস গেইল, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, শাই হোপ(উইকেট-কিপার), নিকোলাস পুরান, কার্লোস ব্রেথওয়েট, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কট্রেল।