https://www.hindustantimes.com/cricket/icc-punishes-nicholas-pooran-for-publicly-criticising-umpire-during-2nd-india-vs-west-indies-t20i-101691421598699.html

বেশ জমে উঠেছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর (WI vs IND)। টেস্ট ও ওডিআই সিরিজে ভারতের একতরফা খেলা উইন্ডিজকে সিরিজে কোনো সুযোগ দেয়নি। এবার পালা ২০ ওভারের ক্রিকেটের। আপাতত দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে টিম ইন্ডিয়া এবং দুটিতেই পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আর ভারতীয় দলের এই পারফরমেন্সে বেশ ক্ষুব্ধ সমাজ মাধ্যম। তবে, উইন্ডিজের এই দুই ম্যাচ জয়ের নায়ক হলেন প্রাক্তন উইন্ডিজ ক্যাপ্টেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। তবে,
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি হলো নিকোলাস পুরাণের।

আরও পড়ুন: WI vs IND, 3rd T20i: সিরিজ জয়ের হাতছানি উইন্ডিজের সামনে, ভারতকে ধরাশায়ী করতে এই ক্রিকেটার হবেন ক্যারিবিয়ানদের ট্রাম্প কার্ড !!

দ্বিতীয় ম্যাচে সেরা হলেন পুরান

বিধ্বংসী ব্যাটিংয়ে টিম ইন্ডিয়ার থেকে জয় ছিনিয়ে নেয় পুরান। অন্যদিকে ভারতীয় দল ২-০ ব্যাবধানে পিছিয়ে রয়েছে। বাকি ৩ ম্যাচের মধ্যে ভারতকে সিরিজ (WI vs IND) জিততে গেলে ভারতীয় দলকে ৩ ম্যাচই জিততে হবে। দ্বিতীয় ম্যাচের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করে মাত্র ১৫২ রান বানাতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল ১৫৩ রানের। প্রথম ওভারে চার বলের মধ্যেই ২ রানে ২ উইকেট পড়ে যাওয়ায় চাপ তৈরি হয়। নিকোলাস পুরাণ ব্যাট করতে নামেন চারে। এমনকি দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই পুরাণের বিরুদ্ধে জোরালো আবেদন উঠলে লেগ বিফোর দেন আম্পায়ার নাইজেল ডুগিড। যদিও রিপ্লেতে দেখা যায় বল উইকেটে না লাগার কারণে বেঁচে যান পুরাণ।

এরপর চতুর্থ ওভারের চতুর্থ বলে তিনি আবার লেগ বিফোর দেন কাইল মেয়ার্সকে। মেয়ার্স তখন আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। তিনি রিভিউ নেন। তবে আম্পায়ার্স কল হওয়ার জন্য মায়ার্সকে প্যাভিলিয়নে ফিরতে হয়। ৭ বলে ১৫ রান করে অর্শদীপের বলে প্যাভিলিয়নে ফেরেন মেয়ার্স। তবে, আম্পায়ারের সিদ্ধান্তে খুশি ছিলেন না তিনি। অন্যদিকে, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন পুরাণ।

আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন পুরান

Nicholas Pooran, wi vs ind
Nicholas Pooran | Image: Getty Images

পুরাণ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪০ বলে ৬৭ রান করেন। ভুল আম্পায়ারিং করার জন্য অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক পুরান। আইসিসির (ICC) আচরণবিধির ২.৭ ধারা লঙ্ঘন করার দায়ে পুরাণের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে। সেই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।

আরও পড়ুন: চাহালকে ভুললেন ধনশ্রী ভার্মা, লং ডিসট্যান্স রিলেশপশিপে রয়েছেন সঞ্জু স্যামসনের সাথে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *