এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 1

এই মুহুর্তে আইপিএল এর ত্রয়োদশ সংস্করণের অর্ধেক পর্ব শেষ হয়ে গিয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের মধ্যে অন্তত একটি করে ম্যাচ খেলে নিয়েছে। এবারের টুর্নামেন্টে একাধিক অনামী ক্রিকেটার দুর্দান্ত পারফর্ম করেছেন, আবার একাধিক নামী ক্রিকেটার ফ্লপ হয়েছেন। আর এবারের আইপিএল এর নিজের একাদশ তৈরি করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ইয়ান বিশপ। অবাক করার মত বিষয়, তিনি তার একাদশে রাখেননি ভারতীয় ক্রিকেটের তিন মহাতারকা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিকে। দেখে নেওয়া যাক ইয়ান বিশপের ফ্যান্টাসি একাদশ।

১. কে এল রাহুল

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 2

কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার এবং অধিনায়ক কে এল রাহুলকে বিশপ রেখেছেন ওপেনিংয়ের জন্য। এই মুহুর্তে ৭৪.৬৬ গড়ে ৪৪৮ রান করে আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ এর অধিকারী রাহুল।

২. ফাফ ডু প্লেসিস

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 3

রাহুলের ওপেনিং পার্টনার হিসেবে চেন্নাই সুপার কিংসের এই প্রোটিয়া ব্যাটসম্যানকে বেছে নিয়েছেন বিশপ। এই মরশুমের চেন্নাই সুপার কিংসের সেরা ব্যাটসম্যান হিসেবে উঠে এসেছেন ফাফ। তিনটি অর্ধ শতরানের ইনিংস সহ ৩০৭ রান করেছেন ডু প্লেসিস।

৩. সূর্যকুমার যাদব

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 4

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই বছর দুর্দান্ত পারফর্ম করে চলেছেন সূর্যকুমার যাদব। মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়ক সূর্য এবারের আইপিএল এ ২৯৮ রান করেছেন।

৪. শ্রেয়স আইয়ার

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 5

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিজের দলের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে রাখলেন ইয়ান বিশপ। এবারের আইপিএল এ অত্যন্ত ভালো অধিনায়কত্ব করছেন আইয়ার। পাশাপাশি ব্যাটিংয়েও দায়িত্ব দেখিয়েছেন, ২৩৩ রান করেছেন এখনও অবধি।

৫. কাইরন পোলার্ড (অধিনায়ক)

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 6

নিজের এই ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে কোনও ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেনকে না রেখে তিনি রাখলেন নিজের দেশের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ডকে। অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছেন ত্রিনবাগো নাইট রাইডার্সকে। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন পোলার্ড।

৬. হার্দিক পান্ডিয়া

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 7

যদিও এবারের আইপিএল এ ভালো পারফর্মেন্স দেখাতে পারেননি হার্দিক, কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডারকে নিজের দলে রেখেছেন ইয়ান বিশপ। তবে প্রতিপক্ষের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে উঠতে পারেন হার্দিক, তা বহুবার তিনি দেখিয়েছেন।

৭. রশিদ খান

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 8

এবারের আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বেশ ভালো পারফর্ম করেছেন আফগান স্পিনার রশিদ খান। আট ম্যাচে ১০ উইকেট নেওয়া এই তারকা লেগস্পিনার রানও দিয়েছেন অত্যন্ত কম। ফলে নিজের দলের স্পিন বিভাগের জন্য রশিদকে বেছে নিলেন বিশপ।

৮. মহম্মদ শামি

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 9

কিংস ইলেভেন পাঞ্জাবের হতশ্রী পারফর্মেন্সের মাঝেও বল হাতে আগুন ঝরিয়েছেন মহম্মদ শামি। আট ম্যাচে ১২টি উইকেট নিয়ে এই মুহুর্তে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন ভারতীয় এই পেসার।

৯. কাগিসো রাবাডা

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 10

আট ম্যাচে ১৮টি উইকেট নিয়ে এই মুহুর্তে আইপিএল এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে পার্পল ক্যাপ ধরে বসে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। ফলে নিজের পেস অ্যাটাকের শক্তি বাড়াতে শামির সাথে রাবাডাকে রেখেছেন বিশপ।

১০. যুজবেন্দ্র চাহাল

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 11

নিজের দলের স্পিন বিভাগকে শক্তিশালী করতে রশিদের সাথে ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে বেছে নিয়েছেন বিশপ। এখনও অবধি নিজের জাত অনুযায়ী দুরন্ত বোলিং করে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই তারকা স্পিনার।

১১. জসপ্রীত বুমরাহ

এই তিন মহাতারকাকে বাদ দিয়ে নিজের আইপিএল ফ্যান্টাসি একাদশ তৈরি করলেন ইয়ান বিশপ 12

নিজের পেস অ্যাটাকের ধার বাড়াতে ভারতীয় দলের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহকে বেছে নিয়েছেন বিশপ। এবারের আইপিএল এ কিছুটা মার খেলেও উইকেট তুলেই চলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা এই পেসার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *