শ্রীশান্থের হাল্কের মত শরীরের ছবি নিয়ে ট্রল হলেন হরভজন 1

২০১৩ সালে আইপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্থের ক্রিকেট ক্যারিয়ারের পতন ঘটে। বিসিসিআই কর্তৃক তাকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই তিনি নিষিদ্ধের বিরুদ্ধে আইনি লড়াই করছেন।

আপনি কি কখনো কোনো ক্রিকেটারকে হাল্কের মত শরীরে দেখেছেন? আপনি হয়ত ভারতীয় ক্রিকেটারকে সহ অনেক ক্রিকেটারকেই দেখেছেন শরীরকে সুগঠিত ও আকর্ষনীয় করতে। তবে সাবেক ভারতীয় পেসার শ্রীশান্থ সবার চাইতে একটু বেশিই করে ফেলেছেন! ভারতীয় ভক্তদের কাছে শ্রীশান্থ সব সময়ই জনপ্রিয় ছিলেন। উইকেট নেয়ার পর তাঁর উদযাপন কিংবা তাঁর মাঠের আগ্রাসন ভক্তদের কাছে সব সময়ই বিনোদনের ছিল। তবে এবার একটু অন্যভাবে আলোচনায় আসলেন এই গতি তারকা।

জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সট্যাগ্রামে নিজের শরীর প্রদর্শন করে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় জিমে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের শরীরের নতুন এক রুপ দিয়েছেন তিনি। দেখে যেন মনে হয় ফিকশনাল সুপার হিরো হাল্কের মত।

চলুন দেখে নিই তাঁর পোস্ট করা ছবি গুলোঃ

Keep working hard and keep at it..BE THE BEST YOU..

A post shared by Sree Santh (@sreesanthnair36) on

#hard work# love

A post shared by Sree Santh (@sreesanthnair36) on


শ্রীশান্থের নতুন এই শারীরিক গঠনের অনেকেই প্রশংসা করলেও কিছু ভক্ত আবার এটা নিয়ে ট্রলও করেছেন। আর এর মধ্যে জড়িয়েছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজনকেও। ২০০৮ সালের আইপিএলে একটি ম্যাচ চলাকালীন, হরভজন সিং মাঠে শ্রীশান্তকে মাঠের মধ্যে থাপ্পড় দিয়েছিলেন। সেই সময়ে অনেক বিতর্কও তৈরি হয়েছিল। কিন্তু আবারো সেই পুরোনো ঘটনাকে সামনে নিয়ে আসলেন কিছু ভক্ত টুইটের মাধ্যমে।

চলুন দেখে নিই টুইট গুলোঃ

https://twitter.com/jha_siddhus94/status/1014972766653591552

https://twitter.com/Candid_HRavi/status/1015074863738810369

https://twitter.com/Aditya80951917/status/1015564829329850369

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *