আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়ানশিপকে কেমন ভাবে দেখছেন কোহলি ! 1

আগামী ২২ শে আগষ্ট, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের মধ্যে দিয়ে আইসিসির ওয়াল্ড টেস্ট চ‍্যাম্পিয়ান শিপ শুরু করতে চলেছে ভারত।এবং তার আগে ঋতিমতো উচ্বাছিত বিরাট কোহলি এবিষয়ে। এই মুহূর্তে টেস্ট এবং ওয়ানডে দুই ধ‍রনের ফর্ম‍্যাটের ক্রমতালিকায় প্রথম স্থানে রয়েছেন বিরাট।বিরাট নিজে একজন টেস্ট ক্রিকেট অনুরাগী। বরাবর পাশে থেকেছেন ক্রিকেটের এই লম্বা ফর্ম‍্যাটের।

আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়ানশিপকে কেমন ভাবে দেখছেন কোহলি ! 2

এইবার তিনি উত্তেজিত টেস্ট ক্রিকেটে নতুন আগত ” আইসিসির টেস্ট চ‍্যাম্পিয়ানশিপে”র বিষয়ে।তিনি মনে করেন এটাই সঠিক পথ টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলার।শুধুমাত্র তাই নয় গত দুই বছর ধরে টেস্ট ক্রিকেট এক অন‍্যমাত্রা ছুঁয়েছে। ” আরও প্রতিযোগিতা মূলক হয়ে উঠেছে এই খেলা।এবং টেস্ট ক্রিকেট কে তার এক নতুন সংঙ্গা ও এনে দিয়েছে‌।সঠিক সময়ে গৃহীত অত‍্যন্ত সঠিক সিদ্ধান্ত বলেই এটাকে মনে করি আমি।” মানুষ বলে টেস্ট ক্রিকেট তার জৌলুস হারিয়েছে, কিন্তু আমি এমনটা কখনোই মনে করেনি।গত দুবছরে এই ফর্ম‍্যাটে কম্পিটিশন আরও বেড়েছে বলেই ধারণা আমার “। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন বিরাট।

আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়ানশিপকে কেমন ভাবে দেখছেন কোহলি ! 3

আইসিসির ক্রম তালিকায় প্রথম নয় টেস্ট দল নিয়ে শুরু হতে চলেছে ২০১৯ এর আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়ান শিপ।দল গুলো হলো ভারত, অস্ট্রেলিয়া,ইংল্যান্ড, সাউথ আফ্রিকা,নিউজিল্যান্ড,শ্রীলঙ্কা, পাকিস্তান,বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ।প্রতিটি দল তিনটি টেস্ট সিরিজ ঘ‍রের মাঠ এবং তিনটি টেস্ট সিরিজ খেলবেন বাইরের মাঠে খেলবেন বিভিন্ন দেশের বিরুদ্ধে আগামী দুই বছরের মধ্যে। প্রতি ম‍্যাচে থাকবে পয়েন্টের ব‍্যবস্থা।এবং টুর্নামেন্টের লিগ পর্বের শেষে পয়েন্ট টেবিলের প্রথম দুই দলকে নিয়ে আয়োজিত হবে ফাইনাল। যা অনুষ্ঠিত হবে লর্ডসে।এবং জয়ী দলের মাথায় উঠবে ২০১৯-২১ , আইসিসি’র ওয়াল্ড টেস্ট চ‍্যাম্পিয়ানের শিরোপা।

আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়ানশিপকে কেমন ভাবে দেখছেন কোহলি ! 4

কোহলি মনে করেন এই টুর্নামেন্টের প্রভাবে টেস্ট ক্রিকেটে ” ড্র ” এর বিষয়টি প্রায় সরতে চলেছে এই চ‍্যাম্পিয়ান শিপের মধ্যে দিয়ে। “এবার পুরোপুরি বিষয়টি নির্ভর করছে ক্রিকেটারদের উপর, তারা কিভাবে বিষয়টির উপর রিয়‍্যাক্ট করতে চলেছে।কারণ এই চ‍্যাম্পিয়ানশিপের কোনও ম‍্যাচে ” ড্র ” হওয়ার সম্ভাবনা খুবই কম‌, বরং এখানে ড্র হওয়ার সম্ভাবনা থাকবে যে ম‍্যাচে সেই ম‍্যাচেও থাকবে উত্তেজনার উপকরণ কারণ সবাই বাড়তি পয়েন্ট সংগ্রহের একটি তাগিদ লক্ষ‍্য করা যাবে ” মন্তব্য কোহলির।

শুধুমাত্র তাই নয়, কোহলি মনে করেন এমন টুর্নামেন্টের জন্য যে কোনও ব‍্যাটসম‍্যানের কাছে তার কর্তব‍্য দ্বিগুণ হতে চলেছে কারণ এই টুর্নামেন্টে তাদের খানিকটা বাড়তি চাপ নিয়েই খেলতে হবে বলে ধারণা কোহলির।‌ ” এর আগে ব‍্যাটসম‍্যানদের যেমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ,তারচেয়ে আরও বেশী পরিমাণের সমস্যা তৈরী হতে চলেছে আগামী সময়।কারণ এবারের টুর্নামেন্টে যেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হোক না কেনো তার প্রভাব পড়তে চলেছে বিরাট আকারে, এমনটাই ধারণা তার। তাই আমাদের এমন কিছু করে দেখাতে হবে , যা আমরা এর আগে বিভিন্ন মরশুমে করে দেখাতে পেরেছি “, মন্তব‍্য বিরাটের।

আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়ানশিপকে কেমন ভাবে দেখছেন কোহলি ! 5

২০১৯ এর এ্যসেজ সিরিজ শুরুর মধ্যে দিয়ে শুরু হলো ২০১৯ এর আইসিসি’র টেস্ট চ‍্যাম্পিয়ানশিপ। ইতিমধ্যে সেই টুর্নামেন্টে দুটো করে টেস্ট খেলে ফেলেছেন ইংল্যান্ড,অস্ট্রেলিয়া। অন‍্যদিকে ইতিমধ্যে শ্রীলঙ্কা সফরে এসেছে নিউজিল্যান্ড।সেখানে তারা খেলেছেন ইতিমধ্যে একটি টেস্ট ম‍্যাচ।দুই ম‍্যাচের সিরিজের প্রথম ম‍্যাচ খেলা হয়েছে ইতিমধ্যে। আগামী ২২ শে আগষ্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টুর্নামেন্ট শুরু করতে চলেছে ভারত।খেলা হবে দুটো টেস্ট ম‍্যাচ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *