আধুনিক ক্রিকেট ইতিহাসে আইপিএল (IPL 2023) হলো এমন একটি মঞ্চ যেখান থেকে প্রতিটা তরুণ উঠতি ক্রিকেটার নিজেদের সেরা পারফর্মেন্স দেখানোর চেষ্টা করে যাতে করে তারা নিজেদের দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করতে সক্ষম হয়। আইপিএল এর জনপ্রিয়তা ক্রমশ এতটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে বিশ্বের বিভিন্ন্য প্রান্ত থেকে অচেনা ক্রিকেটাররা এই প্রতিযোগিতাতে খেলার প্রতি আগ্রহ ক্রমসই বাড়িয়ে চলেছে। আইপিএল এর চাহিদা এবং জনপ্রিয়তা বেড়ে যাবার কারণেই গত বছর আইপিএল এর মেগা নিলামে আইপিএল নির্বাচন কমিটি আরো দুটি নতুন দলের সংযোজন করেছে যাতে আরো নতুন ক্রিকেটাররা নিজেদের প্রমান করতে প্রস্তুত হতে পারে। ক্রিকেটার ছাড়াও ক্রিকেট ফ্যানরা এই লীগ এর প্রতি এতটাই আকর্ষিত যাতে করে তাদের মনে আইপিএল মানেই এই রোমাঞ্চকর পরিবেশ যাতে করে তারা নিজেদের পছন্দের দল এবং পছন্দের ক্রিকেটারকে সামনে থেকে দেখতে পারেন।
আইপিএল হলো বর্তমানে ক্রিকেট বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ একটি লীগ যেখানে ব্যাটসম্যানরা বড়ো বড়ো বাউন্ডারি মারার জন্য বিখ্যাত ঠিক তেমনি বোলাররা সঠিক সময়ে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবার জন্য বিখ্যাত। এখনো অব্ধি ১৫টি আইপিএল সেসন হয়ে গিয়েছে এবং এই বছর আইপিএল শুরুর আগে থেকেই দর্শকদের মনে উত্তেজনা এতটাই বৃদ্ধি পেয়েছে তার সব থেকে বড়ো কারণ হলো আইপিএল এর নিলাম। এই বছর নিলামে আবার বেশ কিছু ক্রিকেটার নিজেদের পুরোনো দল ছেড়ে নতুন দলের হয়ে মাঠে নামতে চলেছে। আমার এখানে এমন ৩জন ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা করবো যারা এই বছর আইপিএল এর মঞ্চে সর্বাধিক ছয় মারতে বলে মনে করা যাচ্ছে।