বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে এই মুহূর্তে যে বিষয়টি ভারতের ক্রিকেট সবচেয়ে আলোচিত বিষয় তা হলো ” ধোনির অবসর “। একদিকে যখন জোর জল্পনা শুরু হয়েছে ধোনির অবসর নেওয়াকে কেন্দ্র করে ঠিক তখন অন্যদিকে এখনো এবিষয়ে কোনও কিছু বলতে শোনা যায়নি ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ককে।এইবার এবিষয়ে মুখ খুললেন তার দীর্ঘদিনের বন্ধু এবং বিজনেস পার্টনার অরুণ পান্ডে।
সম্প্রতি অরুণ জানিয়েছেন এইমুহূর্তে ধোনির কোনও রকম চিন্তা নেই অবসরের বিষয়ে।শুধু তাই নয়, তিনি জানিয়েছেন কেরিয়ারের এমন সময় এসে ধোনির এই ধরনের প্রসঙ্গের মাঝে পড়াটাকে খুবই দুর্ভাগ্যজনক মনে করেন
তিনি।
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে শুরু থেকে দুর্দান্ত খেলেছিলো ভারত।টুর্নামেন্ট এগানোর সাথে সাথে ক্রমশ গাঢ় হয়ে উঠছিলো বিরাটদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা।লিগ পর্যায়ে শীর্ষে থেকে তারা পৌছে গেছিলো তারা সেমিফাইনালে।নয় ম্যাচে সাত জয় , এক হার এবং একটি ম্যাচ বৃষ্টির জন্য গেছিলো ভেস্তে।সর্বোপরি মোট ১৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে বিরাটরা মুখোমুখি হয়ছিল নিউজিল্যান্ডের।এবং সেখানে অবশেষে হার মানে তারা কিউয়িদের কাছে।
বর্ষা বৃঘ্নিত সেই ম্যাচ গড়ায় দ্বিতীয় দিনে যেখানে নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে লক্ষ্যমাত্রা রেখেছিলো ২৩৯ এর।জবাবে ২২১ এ শেষ হয়ে যায় ভারত।গোটা বিশ্বকাপে দলের মাঝ অর্ডারের ব্যাটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করেছিলেন ধোনি।নয় ইনিংসে তার রান সংখ্যা ছিলো ২৭৩ ।যদিও তার মন্থর ব্যাটিং তাকে দাড় করিয়েছিলো নানান প্রশ্নের মুখে।
২০০৪ এর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির।পরবর্তী সময়ে দেশকে একাধিক সাফল্য এনে দিয়েছিলেন তিনি।তার অধিনায়কত্বে ২০০৭ এর বিশ্বকাপ টি টোয়েন্টি,২০১৩ এর চ্যাম্পিয়ান্স ট্রফি এবং ২০১১ এর বিশ্বকাপ জেতে ভারত।
২০১৪ সালে টেস্টের থেকে অবসর নিয়েছিলেন মাহি।পরবর্তী সময়ে ২০১৭ তে সব ধরনের দল থেকে সড়ে দাড়ান তিনি।যদিও এখন লিমিটেড ওভারের ম্যাচ গুলোতে খেলেছেন তিনি।দেশের হয়ে এযাবৎ ,৯০ টেস্ট,৩৫০ একদিবসীয় ম্যাচ এবং ৯৮ টা টি টোয়েন্টি খেলেছেন ধোনি দেশের হয়ে।