টুর্নামেন্টের অন্যতম সেরা বোলারকে না নিয়েই আইপিএল এর সেরা একাদশ গড়লেন হর্ষ ভোগলে 1

ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হিসেবে হর্ষ ভোগলের খ্যাতি সর্বজনবিদিত। ধারাভাষ্যে তার গলার আওয়াজ এবং যেভাবে তিনি প্রতিটি ঘটনাকে সুচারুভাবে উপস্থাপন করেন, তা শুনে মোহিত হয় ক্রিকেট বিশ্ব। এবারের আইপিএল শেষে ক্রিকেট বিশ্ব নিজের মত করে সেরা একাদশ বানাতে ব্যস্ত থাকছেন। এবার সেই ট্রেন্ডে গিয়ে নিজের মত এবারের আইপিএল এর সেরা একাদশ বানালেন হর্ষ ভোগলে।

Harsha Bhogle picks his top 10 Indian cricket moments from the 90s as  nostalgia kicks in on Twitter, Sports News | wionews.com

আর এই একাদশে তিনি দুটি বড় নামকে বাদ দিয়েছেন। এক হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি এবং দ্বিতীয় জন হলেন দিল্লি ক্যাপিটালসের তারকা বোলার কাগিসো রাবাডা। এবারের আইপিএল এ খুব একটা ভালো পারফর্ম না করলেও ৪০০ এর বেশি রান করেছেন বিরাট। অন্যদিকে ৩০টি উইকেট নিয়ে এবারের আইপিএল এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন রাবাডা।

Kagiso Rabada Says Virat Kohli Pushes Him Hard To Give His Best

নিজের আইপিএল একাদশে ভোগলে ওপেনিংয়ে রেখেছেন এবারের আইপিএল এর দুই সর্বোচ্চ রান সংগ্রাহক কে এল রাহুল ও শিখর ধাওয়ানকে। এবারের আইপিএল এ কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল ৬৭০ রান করে সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন। অন্যদিকে ৬০০ এর বেশি রান করে দ্বিতীয় স্থানে শেষ করেছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ওপেনার শিখর ধাওয়ান। ফলে এই দুই ওপেনারকে প্রথম একাদশে রেখেছেন ভোগলে।

Should KL Rahul open with Murali Vijay instead of Shikhar Dhawan in the 1st  Test against England? | Cricket News – India TV

তিন ও চার নম্বরে যথাক্রমে সূর্যকুমার যাদব ও এবি ডি ভিলিয়ার্সকে বেছেছেন হর্ষ ভোগলে। এবারের আইপিএল এ মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন সূর্যকুমার যাদব। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একাধিক ম্যাচ কার্যত একার হাতে বাঁচিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। পাশাপাশি এই বয়সেও উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান।

SuryaKumar Yadav Is Indian AB De Villiers: Harbhajan Singh

পাঁচ ও ছয় নম্বরে হর্ষ ভোগলে এনেছেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়াকে। এই বছর ব্যাট হাতে অন্য লেভেলে ছিলেন কাইরন পোলার্ড। ১৯০ এর স্ট্রাইক রেট বজায় রেখে তিনি ব্যাটিং করেছিলেন। পাশাপাশি বল হাতেও বেশ কয়েকটি ওভার করেছিলেন পোলার্ড। অন্যদিকে এই বছর বল না করলেও ব্যাট হাতে নিজের ক্ষমতা দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। শেষের দিকের ওভারগুলিতে তার দুরন্ত ক্যামিও ইনিংসের জেরে বড় রান তুলতে সক্ষম হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2020: Rohit Sharma hails Kieron Pollard and Hardik Pandya after  scintillating win over KXIP | Cricket News – India TV

এরপর আসা যাক বোলিং বিভাগে। স্পিনার হিসেবে দুই তারকা লেগস্পিনার রশিদ খান এবং যুজবেন্দ্র চাহালকে নিজের একাদশে নির্বাচন করেছেন হর্ষ ভোগলে। এবারের আইপিএল এ ২০টির বেশি উইকেট নিয়েছেন এই দুই তারকা লেগস্পিনার, এবং টি২০ ক্রিকেটে স্পিনারদের মধ্যে নিঃসন্দেহে বলা যায়, প্রথম দুই নাম আসে এই দুই ক্রিকেটারের।

Rashid Khan and Yuzvendra Chahal catch up | Photo | Global |  ESPNcricinfo.com

আর সবশেষে, ভোগলে তার দলের তিন পেসার হিসেবে নির্বাচিত করেছেন জোফ্রা আর্চার, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহকে। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট, বল ও ফিল্ডিংয়ে অসাধারণ ভূমিকা রেখেছেন ইংরেজ পেসার জোফ্রা আর্চার। এদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মহম্মদ শামি। আর এবারের আইপিএল এ ২৭টি উইকেট নিয়ে দুর্ধর্ষ ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ।

Mohammed Shami And Jasprit Bumrah Prove To Be India's Weapons Of Mass  Destruction As They Decimate New Zealand's Batting

এক নজরে দেখে নেওয়া যাক হর্ষ ভোগলের নির্বাচিত এবারের আইপিএল এর সেরা একাদশ – কে এল রাহুল, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব, এবি ডি ভিলিয়ার্স, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, জোফ্রা আর্চার, রশিদ খান, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *