hardik-and-rohit-payment-for-ipl-2024

IPL 2024: ক্রিকেটদুনিয়ার ফোকাসে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার সপ্তদশ মরসুম শুরু হতে বাকি এখনও মাসখানেক। আপাতত নজরে নিলাম ও দলবদল। গত ২৬ নভেম্বর প্রকাশিত হয়েছে রিটেনশন ও রিলিজ তালিকায়। ১২ তারিখ অবধি খোলা ছিলো ট্রেডিং উইন্ডো। শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed), মায়াঙ্ক ডাগার, দেবদত্ত পাডিক্কাল, আবেশ খান’রা (Avesh Khan) নাম লিখিয়েছেন নতুন দলে। আইপিএলের দলবদলে এবার সাড়া ফেলে দিয়েছে হার্দিক পান্ডিয়ার ‘ঘরে ফেরা।’ ২০২২ মরসুমের আগে গুজরাত টাইটান্স দলে নাম লিখিয়েছিলেন তিনি। ২০২৪ মরসুমের আগে ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। এই প্রত্যাবর্তনে মুম্বই সাজঘরের সকলে খুশি নয়, আভাস পাওয়া যাচ্ছে তেমনই। আম্বানিদের ফ্র্যাঞ্চাইজি সংসারে গৃহযুদ্ধের আবহেই আগামীকাল রয়েছে নিলাম।

নিলামের পর ফের খোলার কথা ট্রেড উইন্ডো। দুই মাস ক্রিকেটার অদলবদলের সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিদের হাতে। এই ট্রেড উইন্ডো ‘মুম্বই ইন্ডিয়ান্স’-এর মুখ হয়ে ওঠা রোহিত শর্মা (Rohit Sharma) কি দল ছাড়তে পারেন? প্রশ্ন ভাসছে ক্রিকেটমহলে। নেপথ্যে অবশ্যই হার্দিকের প্রত্যাবর্তন। তারকা অলরাউন্ডারকে দলে ফিরিয়ে তাঁর হাতেই নেতৃত্ব তুলে দিয়েছেন নীতা আম্বানিরা। দীর্ঘদিনের অধিনায়ক রোহিতকে আচমকা সরিয়ে দেওয়ায় তিনি ফ্র্যাঞ্চাইজির উপর চটেছেন বলেই খবর। রোহিতের পাশাপাশি এই খবরকে ইতিবাচক ভঙ্গিতে গ্রহণ করেন নি জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবের মত তারকাও। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেদের অসম্মতির কথা বুঝিয়ে দিয়েছেন তাঁরা। রোহিত-হার্দিককে (Hardik Pandya) কেন্দ্র করে যে গৃহযুদ্ধের মেঘ গজিয়ে উঠেছে, তার প্রভাব নিলামে পড়ে কিনা, থাকছেন প্রশ্ন।

Read More: IPL নিলামে চলবে সৌরভ গাঙ্গুলির দাদাগিরি, এই খেলোয়াড়ের জন্য গম্ভীরের সাথে হবে টক্কর !!

১৬ কোটিতে চুক্তিবদ্ধ রোহিত শর্মা-

Jasprit Bumrah and Rohit Sharma | IPL 2024 | Image: Getty Images
Jasprit Bumrah and Rohit Sharma | Image: Getty Images

মুম্বইয়ের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন রোহিত শর্মা। কিন্তু তাঁর আইপিএল (IPL) যাত্রাপথটা শুরু হয়েছিলো হায়দ্রাবাদের ডেকান চার্জার্স থেকে। ২০১১ সালের আইপিএল নিলামে রোহিতকে (Rohit Sharma) দলে নেয় মুম্বই। তারপর থেকে সেখানেই রয়েছেন হিটম্যান। ২০১৩ মরসুমের মাঝপথে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয় রোহিতের কাঁধে। প্রথম মরসুমেই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। এক দশকের অধিনায়ক জীবনে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সফলতম অধিনায়ক রোহিতই। একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া তাঁর মত পাঁচ আইপিএল (IPL) ট্রফি জেতার নজির গড়তে পারেন নি কোনো অধিনায়কই। মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স লীগ টি-২০ও জিতেছে রোহিতের নেতৃত্বেই।

হার্দিকের প্রত্যাবর্তনের খবর সামনে আসার পর থেকেই রোহিতের (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিলো। তাঁকে সরিয়ে হার্দিককে নেতা ঘোষণা করার পরেই তীব্র অসন্তোষ দেখা গিয়েছে ভক্তমহলে। বহু মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকই রোহিতের বদলে হার্দিককে নেতা মেনে নিতে অসম্মত হয়েছেন। ঘোষণার পর থেকে লাখ লাখ ফলোয়ার হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি। শোনা গিয়েছে মুম্বই-রোহিত ফাটলের মাঝে হিটম্যানকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে দিল্লী ক্যাপিটালস (DC), চেন্নাই সুপার কিংসের (CSK) মত দল। এখনও অবধি যা খবর তাতে জানা গিয়েছে যে রোহিতের জন্য অন্য কোনো দলের সাথে চুক্তি করতে রাজী হয় নি মুম্বই ইন্ডিয়ান্স (MI)। হিটম্যানের আইপিএল বেতন ১৬ কোটি টাকা। এই দামেই আগামী মরসুমে তাঁকে রেখে দিতে চায় তারা।

হার্দিকের জন্য মুম্বইয়ের খরচ হয়েছে ১৫ কোটি-

Hardik Pandya | ipl 2024 | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স (MI) জার্সিতেই আইপিএল (IPL) কেরিয়ারের সূচনাটা করেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চারবার মুম্বইয়ের হয়ে জিতেছেন খেতাব। আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রেও জায়গা করে নিয়েছিলেন মুম্বইতে খেলেই। হয়ে উঠেছিলেন ‘ঘরের ছেলে।’ সেই কারণেই যখন ২০২২ সালে তিনি দল ছেড়ে যোগ দেন গুজরাত টাইটান্সে (GT), তখন চমকেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। গুজরাতে গিয়ে প্রথমবার অধিনায়কত্ব করার সুযোগ পান তিনি। প্রথম মরসুমেই নতুন ফ্র্যাঞ্চাইজিকে ট্রফি উপহার দেন। দ্বিতীয় মরসুমেও তাঁর অধিনায়কত্বে দুরন্ত খেলে গুজরাত (GT) দল। তবে ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে হারতে হয় ম্যাচের একদম শেষ বলে।

২০২৪ মরসুমের আগে ঘরের ছেলে’কে ফেরাতে উদ্যোগ নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ট্রেডিং পদ্ধতিতে গুজরাত টাইটান্স (GT) থেকে ভারতের তারকা অলরাউন্ডারকে দলে নিলেন নীতা আম্বানিরা। ২০১৫ সালে হার্দিকের সাথে প্রথম যখন চুক্তি হয়, তখন মুম্বইকে খরচ করতে হয়েছিলো মাত্র ১০ লাখ টাকা। আর এখন,  শোনা যাচ্ছে দলবদলের জন্য অন্তত ১৫ কোটি টাকা খরচ করতে হয়েছে পাঁচ বারের আইপিএল জয়ী দলকে। অতিরিক্ত অর্থের সংস্থান করতে ক্যামেরন গ্রিনের মত সম্ভাবনাময় বিদেশী তারকাকেও হাতছাড়া করতে দুইবার ভাবে নি তারা। প্রত্যাবর্তনের পর হার্দিক (Hardik Pandya) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ছিলেন এই দলবদলে তিনি অত্যন্ত খুশি। কিন্তু রোহিত, বুমরাহ, সূর্যদের যা অবস্থান, তাতে অধিনায়ক হিসেবে তাঁর কাজটা যে কঠিন হবে তা নিঃসন্দেহে বলা যায়।

Also Read: IPL 2024: “কোনো ভাষা নেই আর…” রোহিতের থেকে দায়িত্ব কেড়ে নিতেই মেজাজ হারালেন ওয়াসিম জাফর, MI ম্যানেজমেন্টকে নিলেন একহাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *