ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার হরভজন সিং এবং অলরাউন্ডার যুবরাজ সিং কিছুদিন আগে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তানের হয়ে ফাণ্ড জোগাড় করা শাহিদ আফ্রিদির ফান্ডে টাকা নিয়েছিলেন। এর জন্য দুই খেলোয়াড়কেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের ট্রোলের মুখে পড়তে হয়েছিল। কিন্তু এখন ভাজ্জির স্ত্রী আর বলিউড অভিনেত্রী গীতা বসরা জানিয়েছেন যে তার স্বামী কেনো আফ্রিদির ফান্ডে টাকা ডোনেট করেছিলেন।
হরভজন সিং কেনো দেননি ট্রোলার্সদের জবাব?
বিশ্বজুড়ে ছড়িয়েপড়া করোনা ভাইরাসের সামনে প্রতিটি দেশ অসহায় আত্মসমপর্ণ করেছে। উন্নত মেডিকেল সুবিধাযুক্ত দেশু নিজেদের দেশবাসীকে এই মহামারি থেকে বাঁচাতে পারছে না। এই অবস্থায় পাকিস্তানেও ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য শাহিদ আফ্রিদি ফাণ্ড জোগাড় করছেন। যেখানে ভারতের হরভজন সিং আর যুবরাজ সিং টাকা দিয়েছিলেন। কিন্তু এই কাজের জন্য তাদের ভারতীয়দের ট্রোলের মুখে পড়তে হয়। কিন্তু হরভজন সিং ট্রোলার্সদের জবাব দেননি। এখন ভাজ্জির স্ত্রী গীতা বসরা জানালেন,
“ও বক্তব্য যে ও জানে ওর দেশ ওর জন্য কী গুরুত্ব রাখে আর মানবতার জন্য করা কাজকে আমার কাউকে বোঝানোর দরকার নেই। ও ভারতের হয়ে বাঁচে আর ভারতের হয়ে নিজের জীবনও দিতে পারে। বাস্তবে সত্যিই তাই। ওর দেশ সবসময়ই ওর জন্য প্রাথমিকতা থাকবে। যখনই ও ক্রিকেট খেলেছে হৃদয় দিয়ে খেলেছে। আর সকলেই জানে যে ওর দেশের গুরুত্ব ওর কাছে কতটা”।
বন্ধুত্বের কারণে করেছেন সাহায্য
গীতা বসরা নিজের স্বামীর দ্বারা শাহিদ আফ্রিদিকে দেওয়া ফান্ডের ব্যাপারে জানাতে গিয়ে বলেন যে,
“এই কাজ ও আফ্রিদির সাহায্যের জন্য করেছিল, যার সঙ্গে ও ক্রিকেট খেলেছে, আর বহু বছর ধরে ওদের বন্ধুত্ব রয়েছে, ও নিজের দেশের জন্য ভালো কিছু করার প্রচেষ্টা করছে। ও পুরো বিশ্বে নিজের সমর্থকদের সামনে নিজের কথা ছড়ানোর চেষ্টা করেছে। এইচএস নিজের ভালো কাজের সমর্থনের জন্য আরো বেশি মানুষকে অনুপ্রাণিত করেছে”।
করোনা ভাইরাস নিয়ে করা উচিত নয় কোনো ভেদাভেদ
চিন থেকে শুরু হওয়া করোনা ভাইরাস পুরো বিশ্বকে নিজের আওতায় নিয়ে ফেলেছে। এই মহামারীর ব্যাপারে গীতা বসরা জানিয়েছেন,
“ধর্ম বা অন্যকিছুকে এর মধ্যে আনবেন না। এমনকী ভাইরাস কোনো ভেদাভেদ করছে না। যদি ও অন্য কোনো দলের সদস্য যেমন ওয়েস্টইন্ডিজ বা ইংল্যান্ডের সাহায্যে করে তখনও কী আপনারা এমনটাই করবেন?”