আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে বসতে চলেছে বিশ্বকাপ ক্রিকেটের আসর।ঠিক তার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে নেওয়া হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।তারকা ব্যাটসম্যান গেইলের হাতে তুলে দেওয়া হলো দলের সহ অধিনায়কের দায়িত্ব।নিঃসন্দেহে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো ইন্ডিজ ক্রিকেট বোর্ড।প্রসঙ্গত, এর আগে দলে এই ভূমিকায় ছিলেন সাই হোপ।
এদিকে বিশ্বকাপের আগে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্বভাবতই খুশি গেইল, জানিয়েছেন ” এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করছি আমি,এবছরের বিশ্বকাপের গুরুত্ব অনেকটটাই আলাদা আমার কাছে ,দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে অধিনায়ক জেসনের পাশে আছি।ইতিমধ্যে দেশের মানুষের মনে তৈরী হয়েছে প্রত্যাশার, যা পূরনের উদ্দেশ্যে সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো আমরা”

এবছরের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানাতে চলেছেন গেইল একথা আগেই জানিয়েছেন তিনি তাই স্বাভাবিক ভাবেই ইংল্যান্ডের মাটিতে একটা মরিয়া চেষ্টা থাকবে তার তরফে তা আশা করাই যায়, এটা তার পন্চম বিশ্বকাপ।বছর ৩৯ এর এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল ব্যাটসম্যান লারার পর।এখনও অবধি ২৮৫ ওডিআই ম্যাচ খেলে তার রানসংখ্যা ১০, ০৯৬ ।
সাম্প্রতিক সময়ে আইপিএলে কিংস ইলেভেন পান্জাবের হয়ে দারুন পারফরম্যান্স দিয়েছিলেন তিনি।আর যদি একদিবসীয় ম্যাচে ফর্মের কথা বলা হয় তাহলে তা বেশ সম্ভাবনাময় বলতেই হয় কারন এবছর ৪ টি ইনিংস খেলে ৪২৪ রান করেছিলেন তিনি।অন্যদিকে বিশ্বকাপের আগে এমন একটা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে হোপ বলেন দলের স্বার্থে যখন যা ঠিক, তা করতে কোনও রকম সমস্যা নেই তার।প্রসঙ্গত, আগামী ৩১ শে মে, নটিংহ্যামে পাকিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে “ইন্ডিজ বাহিনী” ।