গ্লোবাল টি-২০ কানাডা লীগ: স্মিথের কম স্কোর সত্ত্বেও টরন্টো জয়ী 1

চলমান গ্লোবাল টি-২০ কানাডা লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৩ রান করেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ কে। তবে স্মিথ ব্যর্থ হলেও তাঁর দল টরন্টো ন্যাশনালস ঠিকই জয় তুলে নিতে সক্ষম হয়েছে। গত রবিবার গ্লোবাল টি-২০ কানাডা লীগে মন্ট্রিয়েল টাইগার্সের বিপক্ষে ম্যাচের শেষ বলে গিয়ে এক উইকেটের এক শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে স্মিথের দল।

গ্লোবাল টি-২০ কানাডা লীগ: স্মিথের কম স্কোর সত্ত্বেও টরন্টো জয়ী 2

ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্সের দেয়া ১৭৭ রানের টার্গেট তাড়া করার লক্ষ্যে তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমেছিলেন সাম্প্রতিক সময়ে আলোচিত এই অজি ক্রিকেটার। কিন্তু ব্যাটিংয়ে গিয়ে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেন নি তিনি। মাত্র তিন রানের সময় অস্ট্রেলিয়া দলে নিজের সতীর্থ পিটার সিডলের বলে আউট হয়ে ফিরতে হয় স্মিথকে। সিডলের বলে সুনীল নারিনকে ক্যাচ দেন তিনি।

স্মিথকে আউট করার পাশাপাশি আরো দুইটি গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিয়েছিলেন এই ডান হাতি অজি ফাস্ট বোলার। তবে ৩ উইকেট তুলে নিতে সক্ষম হলেও ৪৫ রান দিয়ে ম্যাচে কিছুটা খরুচে ছিলেন সিডল। বোলিংয়ে মন্ট্রিয়েল টাইগার্সের পক্ষে সেরা বোলিং করেছেন সাবেক শ্রীলংকান গতি তারকা লাসিথ মালিঙ্গা। মাত্র ১১ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি।

গ্লোবাল টি-২০ কানাডা লীগ: স্মিথের কম স্কোর সত্ত্বেও টরন্টো জয়ী 3

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মন্ট্রিয়াল টাইগার্সের বামহাতি ওপেনিং ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার দুর্দান্ত এক অর্ধশতক তুলে নেন। মন্ট্রিয়াল টাইগার্সের পক্ষে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলা ওয়ার্কার ৫২ বলে ৬২ রান করেন। তাঁর সাথে ব্যাটিংয়ে প্রান্ত থেকে দারুণ সমর্থন দিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ময়েস হেনরিক্স। তিনি ৩৯ বলে তুলে নেন অর্ধশতক। এই দুইজনের ব্যাটিংয়ের উপর ভর করে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৭৬ রান জমা করে মন্ট্রিয়াল টাইগার্স। বল হাতে টরন্টো ন্যাশনালসের পক্ষে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মাদ সামি তিন উইকেট তুলে নিয়েছেন।

উল্লেখ্য যে, টুর্নামেন্টে ছয়টি দলের মধ্যে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ বি ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। স্মিথের দল টরন্টো ন্যাশনালসের অবস্থা খুব একটা ভালো নয়। প্রথম দিকের ম্যাচ গুলো হারার কারনে এখন বাজে অবস্থানে আছে তারা। মন্ট্রিয়েল টাইগার্সের চেয়ে দুই পয়েন্ট বেশি, চার পয়েন্ট নিয়ে বর্তমানে তলানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে তারা।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *