২০১৫ এর ক্রিকেট বিশ্বকাপের পর ইংল্যান্ডের ক্রিকেট দলে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। এতদিন যে ক্রিকেট খেলতে অভস্থ ছিলো তারা তার পরিবর্তন ঘটিয়ে এক সম্পূর্ণ অন্য পন্থা অবলম্বন করে তারা।ফল ও মিলেছে হাতে – নাতে। সেই বিশ্বকাপের পর থেকে সামগ্রিক ভাবে বদলে যায় ইংল্যান্ড। মর্গ্যানের নেতৃত্ব ঘরের মাঠের পাশাপাশি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা,ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ( সংযুক্ত আরব আমিরশাহী ) এর মতো দেশ গুলোর বিরুদ্ধে এ্যাওয়ে ম্যাচেও দারুন ফলাফল করে দল।ঘরের মাঠে তাদের জয়ের রেকর্ডটিও চমকপ্রদ। এখনও অবধি ৩৭ টি ম্যাচ খেলে ২৯ টিতে জয় রয়েছে তাদের।তাই এমন একটি দল এবারের বিশ্বকাপে যে “ফেবারিট” এর তকমা পাবে তা বলাই বাহুল্য।
ইংল্যান্ডের এমন দুরন্ত সফলতা দেখার পর অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তী পেস বোলার গ্লেন ম্যাকগ্রাথ তাদেরকেই এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার বলে মনে করছেন।
এবিষয়ে তার বক্তব্য, ” ইংল্যান্ড এবছর বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার আমার মতে।ওদের বর্তমান ফর্মের উপর ভিত্তি করে এ কথা বলাই যায় যে, এবারের বিশ্বকাপে ওদের কে এগিয়ে রাখতেই হচ্ছে।ওদের খেলায় ইম্প্রেস আমি। ব্যাটিং করতে বড়ো সংখ্যার রান করা , বিপক্ষ কে চাপে ফেলা, ম্যাচের গোটা পন্চাশ ওভার বিপক্ষের বোলারদের চাপে রাখাটা দারুণ কৃতিত্বের সাথেই করছে ওরা, এইসব কিছুই একদিনের ক্রিকেটের প্রভাব।
প্রসঙ্গত, ইংল্যান্ডের প্রশংসা করলেও নিজের দেশের কাপ জয়ের সম্ভাবনা কে একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি।স্মিথ এবং ওয়ার্নার ফিরে আসাতে দলটার মধ্যে এক অদ্ভুত ভারসাম্য এসেছে।তাই তারাও যে ছেড়ে কথা বলবে না, এইদিন তা জানিয়ে রাখলেন এই তারকা পেসার।২০০৩ এবং ২০০৭ এ দেশের হয়ে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তার অবদান অপরিসীম।
অন্যান্য দেশ গুলোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, ” ঘরের মাঠে খেলা তাই স্বাভাবিক ভাবেই এবার কাপ জয়ের অন্যতম দাবিদার ইংল্যান্ড, কিন্তু বাকী দলগুলো আবার খুব একটা পিছিয়ে নেই।যেমন সাউথ আফ্রিকা বরাবরের মতোই ভালো দল।অন্যদিকে এবারের ” ডার্কহর্স ” ওয়েস্ট ইন্ডিজ ।চমকে দিতে পারে ইংল্যান্ড আর আমাদের ও ভালো কিছু করতেই পারে।তাই এবারে অত্যন্ত উত্তেজনাময় বিশ্বকাপের সাক্ষী থাকতে চলেছি আমরা।”প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ গুলোর মধ্যে সাতটি দেশের কাপ জয়ের দারুন সম্ভাবনা রয়েছে।আগামী ৩০ শে মে ওভালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ইংল্যান্ড।ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্যে দিয়ে ট্রফি ডিফেন্ড করতে নামছে অস্ট্রেলিয়া ।