ক্রিস লিন : যে দু’বার টিম কলকাতা আইপিএলের খেতাব জিতেছিল, সেবারেও দলে ছিলেন ক্রিস লিন। যদিও দলের সেরা একাদশে তাঁকে সেভাবে দেখা যায়নি। এবারের আইপিএলে প্রথম থেকে দলে সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যানটি ক্রিজে রীতিমতো ঝড় তোলা শুরু করে দিলেন। প্রথম ম্যাচে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে রাজকোর্টে ৪১ বলে বিস্ফোরক ৯৩ রান করে রাতারাতি লাইম লাইটে চলে আসেন লিন। যদিও কাঁধের ইনজুরির ফলে পরবর্তী অনেকগুলি ম্যাচে তাঁকে আর দেখা যায়নি। তবে লিগের শেষ দিকে চোট সারিয়ে ফিরে ফের নিজের আসল রূপে ফেরেন লিন। মাত্র সাত ম্যাচে অংশগ্রহণ করে ২৯৫ রান তুলে নিজেকে সবার চোখের মনিতে পরিবর্তন করেছেন এই অজি ক্রিকেটারটি। তাই পরের মরশুমে লিনের মতো ম্যাচ উইনার ক্রিকেটারকে নিশ্চিতভাবে পেতে চাইবে নাইটরা।
২০১৮ সালের আইপিএলে টিম কেকেআর দলে রাখতে চাইবে এই পাঁচ ক্রিকেটারকে
