![]()
সুনীল নারিন : ওয়েস্ট ইন্ডিজের এই মিস্ট্রি স্পিনারকে ২০১২ সালে দলে আনে কলকাতা নাইট রাইডার্স। সুযোগ পেয়ে এক মরশুমে ২৪টি উইকেট তুলে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তারপর থেকে টিম কেকেআর-এ এই ক্যারিবিয়ান ক্রিকেটারটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। এবারের আইপিএলে অবশ্য বল হাতে সেভাবে নিজের জাত চেনাতে পারেননি নারিন। সব মিলিয়ে এ মরশুমে মাত্র ১০টি উইকেট তুলতে সমর্থ হয়েছেন তিনি। তবে ব্যাট হাতে দলকে এবারের প্রতিযোগিতায় দারুণভাবে পুষিয়ে দিয়েছেন নারিন। সব মিলিয়ে ২২৪ রান করার পাশাপাশি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে বেশ কয়েক’টি ম্যাচে দারুণ শুরু করে দলের আত্মবিশ্বাস কয়েক’গুন বাড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাই পরের মরশুমে তাঁর মতো একজন অলরাউন্ডার ক্রিকেটারকে নিশ্চিতভাবে দলে রাখত চাইবে টিম কেকেআর।